১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১, ১৩ শাবান ১৪৪৬
`

২০২৪ সালে রেকর্ড সংখ্যক সাংবাদিক নিহত, অধিকাংশেরই দায় ইসরাইলের : সিপিজে

২০২৪ সালে রেকর্ড সংখ্যক সাংবাদিক নিহত, অধিকাংশেরই দায় ইসরাইলের : সিপিজে - ছবি - সংগৃহীত

মুক্ত সংবাদমাধ্যম ও সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে কাজ করা নিউইয়র্কভিত্তিক সংস্থা কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে) বুধবার জানিয়েছে, গত বছর বিশ্বজুড়ে রেকর্ড সংখ্যক সাংবাদিক নিহত হয়েছেন। নিহতদের প্রায় ৭০ শতাংশের প্রাণহানির জন্য দায়ী ইসরাইল।

সিপিজে জানায়, ২০২৪ সালে ১৮টি দেশে কমপক্ষে ১২৪ জন সাংবাদিক নিহত হয়েছেন। তিন দশকেরও আগে থেকে সিপিজের সংখ্যা রেকর্ড শুরু করার পর থেকে সাংবাদিক ও মিডিয়া কর্মীদের জন্য ২০২৪ সালকে সবচেয়ে মারাত্মক বছর বলে অভিহিত করে তারা।

সিপিজে উল্লেখ করেছে, গাজায় সংঘটিত ইসরাইলের যুদ্ধে ইসরাইলি সেনাবাহিনীর হাতে ৮৫ জন সাংবাদিক নিহত হয়েছেন। সংস্থাটি ইসরাইলের বিরুদ্ধে তদন্তকে বাধাগ্রস্ত করার, সাংবাদিকদের ওপর দোষ চাপানোর এবং হত্যাকাণ্ডের জন্য জবাবদিহিতা উপেক্ষা করার অভিযোগ এনেছে।

তবে ফিলিস্তিনি সূত্র মতে, ৭ অক্টোবর ২০২৩ থেকে ২০২৫ সালের জানুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত গাজায় মোট ২০৫ জন সাংবাদিক নিহত হয়েছেন।

ইসরাইলি সামরিক বাহিনীর কাছে এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলে তারা বলে যে, কথিত ঘটনা সম্পর্কে পর্যাপ্ত তথ্য সরবরাহ করা হয়নি এবং তাই তারা সেগুলো পরীক্ষা করতে পারেনি। সাংবাদিক ও বেসামরিক নাগরিকদের ক্ষতি কমাতে তারা সম্ভাব্য সকল পদক্ষেপ গ্রহণ করবে।

তারা দাবি করেছে, ‘আইডিএফ কখনো ইচ্ছাকৃতভাবে সাংবাদিকদের লক্ষ্য করেনি এবং ভবিষ্যতেও করবে না।’

সাম্প্রতিক বছরগুলোতে নিহত সাংবাদিক ও গণমাধ্যম কর্মীর সংখ্যা বৃদ্ধি পেলেও ২০২৪ সালে তা তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। সিপিজের তথ্য অনুসারে, ২০২৩ সালে ১০২ জন এবং ২০২২ সালে ৬৯ জন সাংবাদিক নিহত হন। এর আগে রেকর্ড সংখ্যক প্রাণহানি ঘটেছিল ২০০৭ সালে। সে সময় ১১৩ জন সাংবাদিক নিহত হয়েছিলেন, যার প্রায় অর্ধেকই ইরাক যুদ্ধের কারণে হয়েছিল।

সিপিজের প্রধান নির্বাহী কর্মকর্তা জোডি গিন্সবার্গ বলেন, ‘সিপিজের ইতিহাসে সাংবাদিক হওয়ার জন্য আজ সবচেয়ে বিপজ্জনক সময়। গাজার যুদ্ধ সাংবাদিকদের ওপর অভূতপূর্ব প্রভাব ফেলেছে। এ যুদ্ধ সংঘাতপূর্ণ অঞ্চলে সাংবাদিকদের সুরক্ষার জন্য বিশ্বব্যাপী নিয়মের একটি বড় অবনতি প্রদর্শন করে। তবে এটিই একমাত্র জায়গা নয় যেখানে সাংবাদিকরা বিপদের মধ্যে রয়েছেন।’

সিপিজে জানিয়েছে, সাংবাদিকদের ‘টার্গেট করে হত্যার সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে।’

সংগঠনটি আরো জানিয়েছে, গত বছর হাইতি, মেক্সিকো, মায়ানমার, সুদান এবং অন্যান্য স্থানে কমপক্ষে ২৪ জন সাংবাদিককে তাদের কাজের কারণে ইচ্ছাকৃতভাবে হত্যা করা হয়েছে। তারা বলেছে যে ইসরাইল কমপক্ষে ১০ জন সাংবাদিককে টার্গেট করে হত্যা করেছে।

কমিটি জানিয়েছে, তারা আরো ২০টি হত্যাকাণ্ডের তদন্ত করছে যেখানে তারা বিশ্বাস করে যে ইসরাইল ইচ্ছাকৃতভাবে সাংবাদিকদের লক্ষ্য করে থাকতে পারে।

২০২৫ সালে এখনো পর্যন্ত ছয়জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে সিপিজে।

সূত্র : মিডল ইস্ট মনিটর


আরো সংবাদ



premium cement
রমজানে সহনীয় থাকবে ডিম ও মুরগির দাম রংপুরে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ড সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের যুবক নিহত ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন, পুলিশ আপনাদের সাথে আছে : জিএমপি কমিশনার আবুল কাসেমের জানাজায় আ’লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জামায়াত আমিরের বইমেলা পরিদর্শন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক হলেন শাহজাহান মিয়া শবে বরাতের মহাত্ম্যে উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ায় আত্মনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার খাগড়াছড়িতে কারারক্ষীদের আন্দোলনে জেলার অবরুদ্ধ এখন থেকে ৯৯৯-এর সেবা পাওয়া যাবে ইংরেজিতেও

সকল