শেল্টেক্ গ্রুপ এবং বার্জার পেইন্টস এর সমঝোতা স্মারক সই
- ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪০
বাংলাদেশের অন্যতম প্রতিষ্ঠিত কনগ্লোমেরেট, শেল্টেক্ গ্রুপ বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড এর সাথে সমঝোতা স্মারক সই করেছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকার পান্থপথে শেল্টেক্ এর প্রধান কার্যালয়ে, শেল্টেক্ (প্রা.) লিমিটেডের কার্যনির্বাহী পরিচালক মো: শরীফ হোসেন ভূঁইয়া এবং বার্জার পেইন্টস বাংলাদেশের চিফ বিজনেস অফিসার এ কে এম সাদেক নওয়াজ চুক্তিতে সই করেন।
শেল্টেক্ (প্রা.) লিমিটেডের নির্বাহী পরিচালক শরীফ হোসেন ভূঁইয়া বলেন, "আমরা বার্জার পেইন্টসের সাথে এই অংশীদারিত্বে অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। এই সহযোগিতার মাধ্যমে, দু’টি প্রতিষ্ঠান একে অপরের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে গ্রাহকদের জন্য অত্যাধুনিক আবাসিক ও বাণিজ্যিক স্থান তৈরি করবে, যা শুধু কার্যকরী নয়, বরং নান্দনিক দিক থেকেও পরিপূর্ণ হবে।"
বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চিফ বিজনেস অফিসার আ. ক. ম. সাদেক নওয়াজ বলেন, " শেল্টেক্ গ্রুপের সাথে এই সহযোগিতার জন্য আমরা তাদের আন্তরিক ধন্যবাদ জানাই এবং এটি উভয় প্রতিষ্ঠানটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ।"
অনুষ্ঠানে শেল্টেক্ গ্রুপের উপদেষ্টা নওশাদ চৌধুরী, শেল্টেক্ (প্রা.) লিমিটেডের সিওও শাহ্জাহান ও শেল্টেক্ (প্রা.) লিমিটেডের হেড অফ প্রোকিউরমেন্ট মো: হাছানুর রশীদসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।