জাতিসঙ্ঘ ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি প্রতিবেদন দেবে আজ
- নয়া দিগন্ত অনলাইন
- ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:২১
জুলাই-আগস্ট সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদন প্রকাশ করবে জাতিসঙ্ঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন।
আজ বুধবার দুপুর আড়াইটায় জেনেভায় এই প্রতিবেদন প্রকাশ করা হবে।
জাতিসঙ্ঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দফতর এই কথা জানিয়েছে।
তদন্ত প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আজ জেনেভায় সংবাদ সম্মেলন হবে। এতে জাতিসঙ্ঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক উদ্বোধনী বক্তব্য দেবেন।
দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে মানবাধিকার লঙ্ঘন তদন্তে জাতিসঙ্ঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশন গঠনের নজির ছিল, তবে বাংলাদেশের ক্ষেত্রে এটিই প্রথম।
গণঅভ্যুত্থানে অতিরিক্ত বলপ্রয়োগ, নির্বিচারে গুলিবর্ষণ ও হত্যাযজ্ঞের অভিযোগ ওঠার পরপরই জাতিসঙ্ঘ গভীর উদ্বেগ জানিয়েছিল।
ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে গত বছরের ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।
পরে তিনি জাতিসঙ্ঘের মানবাধিকার বিষয়ক দফতরের প্রধান ভলকার তুর্ককে মানবাধিকার লঙ্ঘন তদন্তের আহ্বান জানান।
গত আগস্টেই প্রাক-তদন্ত দল ঢাকা আসে এবং সেপ্টেম্বরে মূল তদন্ত শুরু হয়।
ফ্যাক্ট ফাইন্ডিং মিশন গত বছরের ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে।
সূত্র : বিবিসি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা