আজ থেকে যমুনা বহুমুখীতে নয়, ট্রেন চলবে রেলসেতু দিয়ে
- নয়া দিগন্ত অনলাইন
- ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫২, আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:০২
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202502/19691842_15.jpg)
আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) থেকেই যমুনা বহুমুখী সেতুতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। দীর্ঘ অপেক্ষার পর নবনির্মিত যমুনা রেলসেতুতে শুরু হচ্ছে যাত্রীবাহী ট্রেন চলাচল।
বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা রেল সেতু প্রকল্পের পরিচালক আল ফাত্তাহ মো: মাসউদুরর রহমান।
প্রকল্প পরিচালক জানান, বুধবার সকাল থেকে নতুন তৈরি যমুনা রেলসেতুতে নিয়মিত ট্রেন চলবে। রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি প্রথম পাড়ি দেবে যমুনা বহুমুখী সেতু থেকে উত্তর পাশে অবস্থিত নতুন এ সেতু দিয়ে।
তিনি আরো জানান, ৪ দশমিক ৮ কিলোমিটার দীর্ঘ যমুনা রেলসেতুতে দু’টি লাইন থাকলেও প্রথমে একটি লাইন দিয়েই উভয় দিকে ট্রেন চলাচল করবে। ঢাকা থেকে যেতে ডান পাশের লাইন, অর্থাৎ সেতুর উত্তর পাশের লাইনটি দিয়ে ট্রেন চলবে। আপাতত একটি লাইনে উভয়দিকে ট্রেন চলবে। তবে আগামী ১৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। যোগাযোগ উপদেষ্টাসহ কর্মকর্তারা ওই অনুষ্ঠানে থাকবেন। ওই দিন থেকে দুই লাইনে ট্রেন চলাচল শুরু হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা