১২ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১, ১২ শাবান ১৪৪৬
`

ভারতের বিহারের ডাকাতির ঘটনার ভিডিওকে বাংলাদেশের বলে প্রচার : রিউমার স্ক্যানার

- ছবি : সংগৃহীত

ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের অনুসন্ধানে ভারতের বিহারের একটি ডাকাতির ঘটনার ভিডিওকে বাংলাদেশের হিসেবে প্রচার করার প্রমাণ মিলেছে।

আজ মঙ্গলবার ভারতের বিহারের ওই ডাকাতির ঘটনার ভিডিওকে বাংলাদেশের ঘটনা হিসেবে প্রচার করার প্রমাণ রিউমার স্ক্যানারের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

ফ্যাক্ট-চেকিং সংস্থাটি জানায়, সম্প্রতি অস্ত্র হতে মুখোশধারী কয়েকজন দুষ্কৃতিকারীর পেট্রোল পাম্প এলাকায় ডাকাতির একটি ভিডিও বাংলাদেশের ঘটনা বলে প্রচারিত হয়েছে। ভিডিওটি সামাজিক মাধ্যমে ‘প্রকাশ্যে অস্ত্র হাতে। দেখেন অবৈধ দখলদার সরকারের মদদপুষ্ট তথাকথিত ছাত্র-জনতা নামধারী ডেভিলদের! এই দেশে দিনে রাতে এখন কেউ নিরাপদ নয়!’ শিরোনামে প্রচার করা হয়েছে।

রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত ভিডিওটি বাংলাদেশের কোনো ঘটনার নয় বরং এটি ভারতের বিহারের অস্ত্র হাতে ডাকাতির একটি ঘটনার ভিডিও।

ফ্যাক্ট-চেক টিমের অনুসন্ধানে পাওয়া গেছে যে, ভিডিওটি নিয়ে অনুসন্ধানে হেইট ডিটেক্টর নামের এক্স অ্যাকাউন্টে শুক্রবারের (৭ ফেব্রুয়ারি) একটি পোস্টে একই ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই পোস্টে এই ঘটনার ভিন্ন কোনের আরো একটি সিসিটিভি ফুটেজ পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনে এটিকে ভারতের বিহারের বলে উল্লেখ করা হয়। পরবর্তীতে এই ঘটনার একটি ভিডিও ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিতে খুঁজে পাওয়া যায়। এনডিটিভি নিশ্চিত করে, ভিডিওটি বিহারের।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধান টিম জানায়, ভারতীয় আরেক সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নালের একটি প্রতিবেদন অনুসারে, বুধবার (৫ ফেব্রুয়ারি) ভারতের বিহারের সাহারসার বৈজনাথপুর থানার টিরি এলাকার পূজা পেট্রোল পাম্প এলাকায় ঘটনাটি ঘটেছে। চারজন সশস্ত্র দুষ্কৃতিকারী বন্দুক দিয়ে গুলি করার ভয় দেখিয়ে লুট করে দ্রুত পালিয়ে যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের অনুসন্ধান টিম জানায়, ভারতের বিহারের একটি ডাকাতির ঘটনার ভিডিওকে বাংলাদেশের ঘটনা হিসেবে প্রচার করা হয়, যা বিভ্রান্তিকর। সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
টিকিট সিন্ডিকেট ভাঙার খবরে স্বস্তি বাংলাদেশে আদানিকে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহের আহ্বান আবরার হত্যা মামলায় হাইকোর্টে তৃতীয় দিনের শুনানি সাবেক মেয়র আতিকসহ ৬ জনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ বাংলাদেশ-ভিয়েতনাম সরাসরি বিমান চলাচল নিয়ে আলোচনা রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত মানিকগঞ্জে থানায় দায়িত্বরত অবস্থায় পুলিশ সদস্যের মৃত্যু সোনারগাঁওয়ে ধরা পড়ল ৮ মণ ওজনের শাপলাপাতা মাছ তরুণদের হাত ধরেই বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হবে : যুব ও ক্রীড়া উপদেষ্টা সাড়ে ১৬ হাজার গায়েবি মামলা প্রত্যাহার হচ্ছে : আইন উপদেষ্টা তৌহিদী জনতাকে হুমকি নয়, সতর্ক করেছি : উপদেষ্টা মাহফুজ

সকল