১০ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ মাঘ ১৪৩১, ১০ শাবান ১৪৪৬
`

দেড় ঘণ্টা পর সড়ক ছাড়লেন সিটি ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা

সংঘর্ষে উভয়পক্ষেরই বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন - ছবি : সংগৃহীত

রাজধানীর সায়েন্স ল্যাবে সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষের দেড় ঘণ্টা পর তারা সড়ক ছেড়ে দিয়েছেন। দু’ কলেজের শিক্ষক ও পুলিশ কর্মকর্তাদের মধ্যস্থতায় শিক্ষার্থীরা সড়ক ছাড়েন তারা। এরপর মিরপুর ও এলিফ্যান্ট রোডে যান চলাচল শুরু হয়।

রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় মিরপুর রোড ও এলিফ্যান্ট রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। সন্ধ্যা পৌনে ৬টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

সরেজমিন দেখা গেছে, আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ল্যাবএইড হাসপাতালের পেছনে অবস্থান নেয়, অপর দিকে সিটি কলেজের সামনের মিরপুর রোড এবং সায়েন্স ল্যাব ফুটওভার ব্রিজের নিচে সিটি কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়ে একে অপরের দিকে ইটপাটকেল ছোঁড়েন। আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজে ভাঙচুর চালান। তারা সাইনবোর্ড খুলে ফেলেন। অপর দিকে, সিটি কলেজের শিক্ষার্থীরাও সংঘবদ্ধ হয়ে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দেন। সংঘর্ষ পুরো এলাকায় ছড়িয়ে পড়ে।

দু’ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় মিরপুর রোড ও এলিফ্যান্ট রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় দেড় ঘণ্টা পর মিরপুর রোডে গাড়ি চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে ডিএমপির নিউমার্কেট জোনের সহকারী কমিশনার (এসি) তারিক লতিফ বলেন, ‘দু’ কলেজের শিক্ষকেরা ঘটনাস্থলে রয়েছেন। তারা শিক্ষার্থীদের সাথে কথা বলেন। পরে তাদের সড়ক থেকে তুলে দেয়া হয়েছে।’


আরো সংবাদ



premium cement
রাজশাহীতে আ’লীগ ও যুবলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার বুড়িচংয়ে আওয়ামী লীগ নেতাসহ আটক ৩ বেনজীর আহমেদকে গ্রেফতারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ হাছান মাহমুদের দুর্নীতি : পরিবারের ৭০টি ব্যাংক অ্যাকাউন্টে ৭৫০ কোটি টাকা লেনদেন আশুলিয়ায় দুই বাড়িতে আগুনে পুড়ল ৮ ঘর লেবাননে নতুন সরকার গঠনকে স্বাগত জাতিসঙ্ঘ মহাসচিবের মালয়েশিয়ায় ভারতীয় নাগরিকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উজিরপুরে নিখোঁজ ট্রলারচালকের সন্ধানে মানববন্ধন কালিহাতীতে বাসচাপায় নিহত ২ বাংলাদেশে কানাডার উৎপাদন কারখানা স্থানান্তরের আহ্বান প্রধান উপদেষ্টার ডেভিল হান্টে রাঘববোয়াল-চুনোপুঁটি কেউ ছাড় পাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

সকল