পাট গবেষণার ডিজি নার্গীস আক্তারের অপসারণের দাবিতে পোস্টারিং
- নিজস্ব প্রতিবেদক
- ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৩৭, আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৩৯
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202502/19691141_155.jpg)
রাজধানী ঢাকার দেয়ালে দেয়ালে ভেসে বেড়াচ্ছে ‘শেখ হাসিনাতেই আস্থা’ বলা বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের (বিজেআরআই) মহাপরিচালক (ডিজি) ড. নার্গীস আক্তারের অপসারণ ও বিচারের দাবির পোস্টার। জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিপক্ষে অবস্থান নেয়া এই কর্মকর্তাকে এখনো মহাপরিচালক হিসেবে বহাল রাখার প্রতিবাদে এই পোস্টারিং করেছে ‘ফ্যাসিস্ট (ফেসিস্ট) বিরোধী সংগঠন’।
রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, রাজধানীর ফার্মগেটের বিএআরসি, মৃত্তিকা ভবন, তুলা ভবন, প্রাণিসম্পদ অধিদফতর, কেআইবি, খামারবাড়ি, সেচ ভবনসহ মেট্রোরেলের পিলারগুলোতে ড. নার্গীসের অপসারণের এই পোস্টার।
সাঁটানো এসব পোস্টারের ছবিতে বিগত দিনে পরিচালক ড. নার্গীস আক্তারের ‘শেখ হাসিনাতেই আস্থা’ ব্যানারের সামনে ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এছাড়াও বিগত সময়ে পতিত স্বৈরশাসকের কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের সাথে বিভিন্ন ছবি রয়েছে তার।
ব্যানারগুলোতে নার্গীস আক্তারকে জুলাই হত্যা মামলার আসামি এবং আওয়ামী ফ্যাসিস্টের দোসর হিসেবেও উল্লেখ করা হয়েছে।
জানা যায়, পতিত শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার আগের দিন আওয়ামী সরকারের পক্ষে রাজধানীর খামারবাড়ি সড়কে কৃষিবিদদের শান্তি সমাবেশের আয়োজন করা হয়। সেখানে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের ব্যানারের সামনে নার্গীস আক্তারকে ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এর আগে ড. নার্গীস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নেন।
বিজেআরআই’র একাধিক কর্মকর্তা বলেন, ‘কর্মজীবনে ড. নার্গীস ফ্যাসিস্ট আওয়ামী লীগের দলীয় প্রভাব খাটিয়ে বিভিন্ন সময়ে সিনিয়রদের ডিঙ্গিয়ে পদোন্নতি ভাগিয়ে নিয়েছেন। সর্বশেষ ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর আবারো পাঁচজন সিনিয়রকে ডিঙ্গিয়ে বিজেআরআই’র মহাপরিচালকের চেয়ারে তাকে বসায় কৃষি মন্ত্রণালয়। এ নিয়ে তখনই ক্ষোভ প্রকাশ করেন ইনস্টিটিউশনের কর্মকর্তা-কর্মচারীরা।
এদিকে মহাপরিচালক হওয়ার পর গত কয়েক মাসে বিএনপিপন্থী একাধিক কর্মকর্তাকে আঞ্চলিক কেন্দ্রে এবং আওয়ামীপন্থী কর্মকর্তাদের প্রধান কার্যালয়ে নিয়ে আসার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ‘ড. নার্গীস জুলাই-আগস্টের মামলার আসামি। শেখ হাসিনার চাচা শেখ নাদির হোসেন লিপু’র সুপারিশে তিনি এই পরিচালক (কৃষি) পদে পদোন্নতি পান। তার স্বামী নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সাথে সরাসরি জড়িত।’
এ বিষয়ে জানতে মহাপরিচালক ড. নার্গীসকে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেননি।