অভ্রর পুরো দলকেই একুশে পদক দেবে সরকার : ফারুকী
- নয়া দিগন্ত অনলাইন
- ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫৮
বাংলা কিবোর্ড সফটওয়্যার ‘অভ্র’র জন্য বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে ২০২৫ সালের একুশে পদকের জন্য মনোনীত হয়েছেন ‘অভ্র’র আবিষ্কারক মেহদী হাসান খান। তবে মেহেদী হাসান জানান, তার আরো তিন বন্ধু ‘অভ্র’ তৈরিতে ভূমিকা রেখেছেন। তাই ‘অভ্র’র পুরো দলকে সম্মিলিতভাবে একুশে পদক দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
রোববার (৯ ফেব্রুয়ারি) সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তাফা সরয়ার ফারুকী তার ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান।
ফারুকী তার ফেসবুক পোস্টে লেখেন, ‘আজকে খুলেই বলা যায়, আমরা জানতাম মেহদী হাসান খান পুরস্কার গ্রহণ করতে আগ্রহী না। এর আগেও তাকে অ্যাপ্রোচ করা হয়েছিল। তিনি পুরস্কার না নিতে পারেন জেনেও আমাদের ক্যাবিনেট থেকে আমরা পুরস্কার ঘোষণা করতে সম্মত হই। এর মাধ্যমে আমরা বার্তা দিতে চেয়েছি আমরা কাদের সেলিব্রেট করব।’
তিনি আরো লিখেন, ‘কালকে তার সাথে যখন কথা হয়, তিনি তখন অসম্মতই ছিলেন। ফাইনালি তিনি পুরস্কার নিতে সম্মত হন। কিন্তু তিনি একা এই কৃতিত্ব নিতে চাননি। তার আরো তিন বন্ধু- রিফাত নবী, তানবিন ইসলাম সিয়াম এবং শাবাব মুস্তাফা- যারাও অভ্র তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তাদের ছাড়া তিনি পুরস্কার নিতে চাননি। আমরা আনন্দের সাথে জানাচ্ছি, স্রোতের বিপরীতে এগিয়ে যাওয়া এই চার গুণীকেই অভ্র’র জন্য দলগতভাবে একুশে পদকে সম্মানিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
তিনি আরো লিখেন, ‘তারা চার বন্ধুই পৃথিবীর ভিন্ন ভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশে আসছেন পুরস্কার গ্রহণ করতে। ক্যান্ট ওয়েট টু ওয়েলকাম ইউ অল। আই অ্যাম শিওর দিজ ইজ গোয়িং টু ইনসপায়ার আ লট অব ইয়াং পিপল টু মুভ ফরওয়ার্ড নো ম্যাটার হোয়াট অ্যান্ড টু মুভ ফরওয়ার্ড টুগেদার। বাংলাদেশ, অনওয়ার্ডস অ্যান্ড আপওয়ার্ডস।’