০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪২৩১, ৬ শাবান ১৪৪৬
`

ভালোবেসে বিয়ে করেছিলেন শাহিনা, হাতের মেহেদি শুকানোর আগেই স্বামী হলেন শহীদ

- ছবি : বাসস

হাতের মেহেদি শুকানোর আগেই বিধবা হলেন শাহিনা আক্তার। ভালোবেসে তোফাজ্জলকে বিয়ে করেছিলেন। বিয়ের ৪০ দিন পেরুতে না পেরুতেই স্বামী তোফাজ্জল শহীদ হয়েছেন। স্বামীকে হারিয়ে শাহিনা বাপের বাড়ি চলে গেছেন। সদ্য বিয়ে করা স্বামীকে হারিয়ে হতভম্ভ শাহিনা এখন চোখে মুখে অন্ধকার দেখছেন। আর পুত্রকে হারিয়ে শোকে কাতর গর্ভধারিণী মা হেনা বেগম। তিনি ছেলের ছবি বুকে নিয়েই বাকি জীবন কাটিয়ে দিতে চান।

রাষ্ট্রীয় বার্তা সংস্থাকে (বাসস) শহীদ তোফাজ্জল হোসেনের মা হেনা বেগম এমন কথাই জানিয়েছেন।

শহীদ তোফাজ্জল হোসেনের বয়স ছিল মাত্র ২২ বছর। পেশায় ছিলেন একজন রঙ মিস্ত্রী। তিন ভাই এক বোনের মধ্যে তোফাজ্জল চতুর্থ ছিলেন।

স্থানীয়রা জানান, গত ৫ আগস্ট সকালে হাজার হাজার ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল নিয়ে বানিয়াচং শহরে বের হয়। এ সময় মিছিলটি থানা মোড় হয়ে আসার সময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের সময় পুলিশের গুলিতে ঘটনাস্থলেই তোফাজ্জল হোসেন নিহত হন। তিনি জেলার বানিয়াচং উপজেলার জাতুকর্ণপাড়া গ্রামের আব্দুর রউফ মিয়ার ছেলে।

শহীদ তোফাজ্জল হোসেনের মা জানান, তোফাজ্জল শহীদ হওয়ার মাত্র ৪০ দিন আগে ভালোবেসে পরিবারকে না জানিয়ে বিয়ে করেছে একই গ্রামের শাহিনা আক্তারকে।

তিনি বলেন, ‘বিয়ের মেহেদি শুকানোর আগেই স্ত্রীকে বিধবা এবং মায়ের বুক খালি করে তোফাজ্জলকে চলে যেতে হবে এ কথা আমরা কেউ ভাবেনি। তাদের ভালোবাসা আর পূর্ণতা পেলো না। আমি ছেলের ছবি বুকে নিয়েই বেঁচে আছি শোকে আর দুঃখে। মাঝে মধ্যে ছেলে হারানোর কষ্ট সহ্য করতে না পেরে চিৎকার করে কাঁদি। ছেলের পছন্দের কোনো কিছু দেখলেই বুকটা ভেঙে যায়।‘ এই বলে তিনি কাঁদতে শুরু করেন।

বিচার প্রসঙ্গে তিনি বলেন, ‘ছেলে হত্যার বিচার প্রত্যেক মায়েই চায়। আমিও আমার ছেলে হত্যার বিচার চাই। ছেলে হত্যার বিচার পেলে নিজেকে কিছুটা হলেও সান্ত্বনা দিতে পারবো।‘

তোফাজ্জল হোসেনের বাবা আব্দুর রউফ মিয়া একজন দিনমজুর। তিনি বলেন, ‘আমার পরিবারে উপার্জনের অন্যতম ব্যক্তি ছিল তোফাজ্জল হোসেন। স্থানীয় বাজারে একটি ফার্নিচারের দোকানে কাজ করতো। সহপাঠীদের সাথে আন্দোলনে গিয়ে শহীদ হলো।‘

তিনি বলেন, ‘ছেলেকে হারিয়ে এখন আয় রোজগার নিয়ে হিমশিম খেতে হচ্ছে।‘

তিনি দাবি করেন, তার বড় ছেলে এমএ পাশ। কিন্তু চাকরি হয়নি। যদি তার একটা চাকরির ব্যবস্থা হয় তাহলে তারা ঘুরে দাঁড়াতে পারবেন। না হয় জীবনযুদ্ধে হেরে যেতে হবে।

শহীদ তোফাজ্জল হোসেনের শাশুড়ি সাজেদা বেগম জানান, ‘তোফাজ্জল স্ত্রীকে না জানিয়েই আন্দোলনে চলে যায়। শাহিনা তাকে বার বার নিষেধ করেছিল। কিন্তু কথা শোনেনি।‘

তিনি জানান, ‘তোফাজ্জলের লাশ শাশুড়ি নিজে গিয়ে হাসপাতালে শনাক্ত করেন।‘

তিনি আরো জানান, ‘শাহিনা এখন তাদের সাথেই রয়েছেন। শ্বশুরবাড়ির লোকজন খোঁজখবর নেয় না। তবে সরকারি সহযোগিতার টাকা উভয় পরিবার ভাগ করে নিয়েছেন।‘

তোফাজ্জলের শ্বশুরের নাম আব্দুল গণি। বয়স হবে প্রায় ৫০ বছর। শারীরিক অসুস্থতার কারণে চলাফেরা করতে পারেন না।

এদিকে তোফাজ্জল হোসেনের স্ত্রী শাহিনা আক্তার (২০) শোকে কাতর থাকায় সাংবাদিকদের সাথে কথা বলতে অনীহা প্রকাশ করেন।

ইতোমধ্যে শহিদ তোফাজ্জল হোসেনের পরিবারকে বিভিন্ন রাজনৈতিক দলসহ একাধিক সংস্থা আর্থিক অনুদান দিয়েছে।

এর মধ্যে রয়েছে জেলা জামায়াতের পক্ষ থেকে দুই লাখ, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জিকে গউছের পক্ষ থেকে ৫০ হাজার, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ডা: সাখাওয়াত হাসান জীবনের পক্ষ থেকে ৫০ হাজার ও হবিগঞ্জ পুলিশ সুপারের পক্ষ থেকে ১০ হাজার টাকা আর্থিক অনুদান দেয়া হয়েছে। সর্বশেষ জুলাই ফাউন্ডেশনের পক্ষ থেকেও পরিবারটি পাঁচ লাখ টাকা পেয়েছে। সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
পাকুন্দিয়ায় বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙে দিলো ছাত্ররা-জনতা রুবাইয়াত ও আলমগীরকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ শেখ হাসিনার বক্তব্যে আবারো উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, ভেঙে ফেলা হয়েছে বঙ্গবন্ধুর ম্যুরাল বিশৃঙ্খলায় প্রতিবেশী রাষ্ট্রের হস্তক্ষেপ আছে কি না জানার চেষ্টা করব : মেজর হাফিজ নারায়ণগঞ্জে ডিসি-এসপি অফিসের সামনে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর মহাদেবপুরে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন ভালুকায় খাল থেকে নারীর ভাসমান লাশ উদ্ধার আশুলিয়ায় মেডলার অ্যাপারেলসের অর্ধশত শ্রমিক অসুস্থ ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা-ভাঙচুর ভালুকায় আ’লীগের অপপ্রচার, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল পাকিস্তান থেকে চিটাগুড় নিয়ে মোংলা বন্দরে বাণিজ্যিক জাহাজ

সকল