০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪২৩১, ৬ শাবান ১৪৪৬
`

ইজতেমায় হাজারো লোকের ফ্রি চিকিৎসা দিলো হাফেজ্জী চ্যারিটেবল

ইজতেমায় হাজারো লোকের ফ্রি চিকিৎসা দিলো হাফেজ্জী চ্যারিটেবল - ছবি : নয়া দিগন্ত

প্রতি বছরের মতো এবারো ইজতেমায় মুসল্লিদের সেবায় বৃহৎ মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করে সরকার নিবন্ধিত সেবা সংস্থা হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ।

সংস্থার সহ-সভাপতি ও খিদমাহ হাসপাতালের নাক, কান, গলা বিভাগের সিনিয়র সার্জন ডা: মো: মশিউর রহমান ও বাংলাদেশ আই হসপিটালের ডিরেক্টর ডা: মাসুদ হাশমির নেতৃত্বে ৩৫ সদস্যের একটি মেডিক্যাল টিম দুই পর্বের ইজতেমায় সার্বক্ষণিক চিকিৎসা সহায়তা দিয়েছে।

গত ৩০ জানুয়ারি বৃহস্পতিবার দোয়ার মাধ্যমে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন সংস্থার উপদেষ্টা ও মুরুব্বি মুফতি জাফর আহমাদ সাহেব (পীর সাহেব ঢালকানগর)। একটানা সাত দিন নিরবচ্ছিন্ন ফ্রি চিকিৎসাসেবা প্রদানের পর দোয়ার মাধ্যমে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের সমাপ্তি করেন বেফাক মহাসচিব মুফতি মাহফুজুল হক।

আগত মুসল্লিদের সেবায় তাদের ছিল ৪৮ গ্রুপের ১১০ আইটেমের ওষুধ। সাত দিনে তারা কয়েক হাজার মুসল্লিকে ফ্রি চিকিৎসা ও ওষুধ প্রদান করেছে বলে জানা যায়।

ডা: মশিউর রহমান জানান, ইজতেমায় আগত মুসল্লিরা সাধারণত বদহজম, জ্বর, ঠান্ডা, এলার্জি ও ব্যাথায় ভোগেন। কারো অবস্থা গুরুতর হলে আমরা নিজস্ব অ্যাম্বুলেন্সে করে বিভিন্ন হাসপাতালে নেয়ার ব্যবস্থা করেছি। আশপাশের ক্যাম্পগুলোর জটিল রোগী ডাক্তাররা হাফেজ্জী চ্যারিটেবলে রেফার করেছে বলেও জানা যায়।

মহাপরিচালক নওমুসলিম মুহাম্মাদ রাজ জানান, এবারে মেডিক্যাল ক্যাম্প একটু ভেতরের দিকে হওয়ার রোগীদের চিনতে কষ্ট হয়েছে, অনেকে খুঁজে না পেয়ে ফিরেও যাচ্ছে। আগের মতো রোড সাইডে ক্যাম্প নিয়ে যেতে কতৃপক্ষের কাছে তিনি অনুরোধ করেন।


আরো সংবাদ



premium cement