০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১, ৩ শাবান ১৪৪৬
`

তিতুমীর কলেজের বিষয়ে ইতিবাচক সমাধানের প্রক্রিয়া চলমান : নাহিদ ইসলাম

তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম - ছবি - বিবিসি

তিতুমীর কলেজের বিষয়ে ইতিবাচক সমাধানের প্রক্রিয়া চলমান উল্লেখ করে শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

আজ সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে আয়োজিত স্বরস্বতী পূজা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘হয়তো একটি ইতিবাচক সমাধানের দিকে যাবে সেই প্রক্রিয়া চলমান। আমি বলবে, তিতুমীর কলেজের শিক্ষার্থীদেরও ধৈর্য ধারণ করার জন্য এবং তাদের শিক্ষা জীবন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিও সরকার আন্তরিক এবং দায়িত্বশীল। কিন্তু এই মুহূর্তে হয়তো অনেক কিছু করা সম্ভব না।’

শিক্ষার্থীদের জনভোগান্তি না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জনভোগান্তি না করে আমরা যাতে সেই বিষয়টা মাথায় রাখি। আশা করি, সবার জন্যই ভালো কিছু হবে।’

একইসময় ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদও পূজা পরিদর্শন করেন।

তিনি অভিযোগ করেন, ৫ আগস্টের পরিবর্তনের পরে আওয়ামী লীগ প্রথম দিন থেকেই যেকোনো সুযোগ খুঁজে বেড়াচ্ছে।

‘এ ধরনের উসকে দেয়ার মতো পরিস্থিতি ৫ আগস্টের পর থেকেই ঘটছে। ফেব্রুয়ারিকে কেন্দ্র করে এক ধরনের বিশৃঙ্খলা তৈরির চেষ্টা আছে। এখন পর্যন্ত তারা তাতে সফল হয়নি,’ বলেন আসিফ মাহমুদ।

বাংলাদেশের জনগণ এ বিষয়ে খুবই উদ্বিগ্ন উল্লেখ করে এই উপদেষ্টা বলেন, ‘মানুষ চায় না আওয়ামী লীগ কোনোভাবেই তার মতাদর্শ, তার নাম নিয়ে, একটা এরকম গণহত্যা ঘটানোর পর আবারো ফিরে আসুক। কারণ এটা বাংলাদেশের সকল জনগণের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ।’

অনেকবার বিশৃঙ্খলা ঘটাতে তারা চেষ্টা করলেও এবার বিশৃঙ্খলা ঘটাতে পারবে না বলে মন্তব্য করেন এই উপদেষ্টা।

উল্লেখ্য, ফেব্রুয়ারিতে লিফলেট বিতরণ, অবরোধ ও হরতালের মতো কর্মসূচির ডাক দিয়েছে আওয়ামী লীগ।

এদিকে, ষষ্ঠ দিনের মতো তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে অনশন করছে কয়েকজন শিক্ষার্থী। একইসাথে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, তারা মহাখালীতে বাঁশ দিয়ে সড়ক অবরোধ করেছে।

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement
তরুণদের সম্পৃক্ততা জোরদারে বাংলাদেশ সফরে ডাচ রাষ্ট্রদূত চিরিরবন্দরের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আটক অনলাইনে মামলা দায়েরের নির্দেশ প্রধান উপদেষ্টার মার্কিন উস্কানি কখনোই সহ্য করা হবে না : উত্তর কোরিয়া রংপুরকে বিদায় করে দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা ইসরাইলের প্রধানমন্ত্রীর স্ত্রীর বিরুদ্ধে ফৈাজদারি তদন্ত নরসিংদী যাওয়ার পথে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রায় ২০ নেতাকর্মী গ্রেফতার লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যা মামলায় আ’লীগের ৬ নেতা গ্রেফতার সিরিয়ায় গাড়ি বোমা হামলায় নিহত ১৫ তিন দেশে ট্রাম্পের শুল্কারোপে বড় ধাক্কা এশিয়ার শেয়ার বাজারে বেসিক ব্যাংকের ১৪ মামলা অধিকতর তদন্তের নির্দেশ

সকল