০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১, ২ শাবান ১৪৪৬
`

আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

আখেরি মোনাজাত শেষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক - ছবি : নয়া দিগন্ত

ইসলাম ও মুসলমানদের হেফাজত এবং বিশ্বময় শান্তি কামনায় অনুষ্ঠিত আখেরি মোনাজাতের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে তাবলীগ জামাতের ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হয়েছে।

রোববার সকাল ৯টা ১১ মিনিটে শুরু হয়ে ৯টা ৩৫ মিনিটে শেষ হয় আখেরি মোনাজাত। এতে তাবলীগের কাকরাইল মারকাজ মসজিদের ঈমাম ও খতিব হাফেজ মুহাম্মদ যোবায়ের মহান আল্লাহ রাব্বুল আ’লামিনের দরবারে কায়মনোবাক্যে সকল গুনাহ মাফ চেয়ে ইমানী জিন্দিগী কামনা করেন। বাতিল ও জুলুমবাজের খতম কামনা করেন। হকের রাস্তা খুলে দেয়ার আকুতি জানান, দুনিয়া থেকে শিরক ও বিদআতের খতম কামনা করেন। দ্বীনের হিজরত ও মেহনতকে কবুল করার আকুতি জানান। বনি আদমের হেদায়েত, উম্মতে মুহাম্মদির জান-মাল হেফাজত, সকল বেমারি থেকে আরোগ্য, সিরাতুল মুস্তাকিম ও ইবাদতে ইখলাস নসিব কামনা করেন। ইহ ও পারলৌকিক মুক্তি, দ্বীনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেয়ার তৌফিক কামনা, মারামারি-হানাহানির খতম কামনা করেন, আখিরাত ও সুন্দর জীবন কামনা করেন এবং তাবলীগের মেহনত ও ইজতেমাকে কবুল করার আকুতি জানিয়ে আখেরি মোনাজাত শেষ করেন।

এর আগে নসিহতমূলক বয়ান করেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা সাহেব এবং বাদ ফজর থেকে বয়ান করেন ভারতের মাওলানা আব্দুর রহমান সাহেব। মাওলানা ইব্রাহিম দেওলার বয়ানের পরই আখেরি মোনাজাত শুরু হয়। এই মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো টঙ্গীর তুরাগ তীরের ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এর পর আগামীকাল সোমবার শুরু হচ্ছে দ্বিতীয় পর্ব। এ দু’পর্বেরই আয়োজক শুরায়ী নেজাম।

তাবলীগ জামাতের বাংলাদেশের শীর্ষ মুরব্বী হাফেজ মুহাম্মদ যোবায়ের সাহেবের মোনাজাত চলাকালে সুবিশাল ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় পিনপতন নিরবতা নেমে আসে। মোনাজাতে তিনি মহান রাব্বুল ইজ্জতের কাছে যখন কিছু কামনায় আকুতি জানান, তখনই সাথে সাথে ময়দান কেঁপে লাখো কণ্ঠে আওয়াজ উঠে ‘আমিন, আল্লাহুম্মা আমিন, ছুম্মা আমিন’।

আখেরি মোনাজাতকে কেন্দ্র করে শনিবার ইজতেমা ময়দান ও চারপাশে প্রায় ১০ বর্গকিলোমিটার এলাকা এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়। মোনাজাতে অংশ নিতে শনিবার সন্ধ্যা থেকেই দূর-দূরান্ত থেকে ইজতেমা অভিমুখে মুসল্লিরা আসতে শুরু করেন।


আরো সংবাদ



premium cement
যে কারণে দিনে ৫ শতাংশ মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন : মুজিবুর রহমান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি বন্ধে চান্দিনায় চালকদের মানববন্ধন গাজায় যুদ্ধবিরতি বজায় রাখতে একমত ট্রাম্প ও সিসি বান্দরবানে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২ আখাউড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু ১২ কেজির এলপি গ্যাসের দাম বাড়ল ১৯ টাকা ভারত কেন পাহাড় থেকে সেনাবাহিনী প্রত্যাহারে উঠেপড়ে লেগেছে, প্রশ্ন ড. মাসুদের প্রথম রাষ্ট্রীয় সফরে সৌদি আরব যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট আল শারা এখনো আগের মতোই চাঁদাবাজি চলছে, বাজারে সিন্ডিকেটও আছে : সারজিস ত্যাগীদের নিয়ে গণমানুষের সংগঠন গড়ে তোলা হবে : আফরোজা খান রিতা

সকল