০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১, ২ শাবান ১৪৪৬
`

বিপন্ন প্রাণী রক্ষায় নিষ্ঠুরতা বন্ধ করতে হবে : পরিবেশ উপদেষ্টা

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান - ছবি - ইউএনবি

সব বিপন্ন প্রাণী রক্ষায় নিষ্ঠুরতা বন্ধ করতে হবে বলে জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, ‘শুধু মেছো বিড়াল নয়, সব বিপন্ন প্রাণী রক্ষায় নিষ্ঠুরতা বন্ধ করতে হবে। অপরাধীদের শাস্তির আওতায় আনতে হবে। আইনের পাশাপাশি সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে। একইসাথে প্রকৃতির প্রতি দায়িত্ববোধ বাড়াতে হবে। কার্যকর বনায়ন পরিকল্পনা নিলে সঙ্কট কাটানো সম্ভব।’

আজ শনিবার মেছো বিড়াল দিবস উপলক্ষে বন অধিদফতরে এক আলোচনা সভায় পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।

মেছো বিড়াল সংরক্ষণ শুধু প্রাণী অধিকার নয়, এটি পরিবেশ রক্ষার জন্যও জরুরি বলে জানান তিনি।

পরিবেশ উপদেষ্টা বলেন, ‘প্রকৃতির প্রতিটি প্রাণীর ভূমিকা আছে। তাই তাদের রক্ষা করা আমাদের দায়িত্ব।’

শুধু মুরগি খাওয়ার অভিযোগে মেছো বিড়াল মারা অন্যায় জানিয়ে তিনি বলেন, ‘এদের রক্ষা করতে হবে। এদের হত্যা চলতে থাকলে এটি বিলুপ্তির ঝুঁকিতে পড়বে। এদের হত্যা না করে জনসচেতনতা বাড়াতে হবে।’

রিজওয়ানা হাসান বলেন, ‘জেলা প্রশাসকরা মেছো বিড়াল রক্ষায় সচেতনতা কার্যক্রম চালাচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনীকেও কাজে লাগানো হবে। তবে প্রকৃতপ্রেমীদের সম্পৃক্ত করাই বেশি কার্যকর হবে। এছাড়া গণমাধ্যমে শুধু দুঃখ প্রকাশ নয়, মেছো বিড়ালের পরিবেশগত গুরুত্বও তুলে ধরতে হবে।’

জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা শিক্ষাপ্রতিষ্ঠানে বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ে সচেতনতা বাড়ান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ। এছাড়া আরো বক্তব্য দেন বন্যপ্রাণী বিশেষজ্ঞ ড. মোহাম্মদ আলী রেজা খান, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম. মনিরুল এইচ. খান, ফজলে রাব্বী, প্রভাষক, প্রাণিবিদ্যা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রমুখ।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
সিরাজগঞ্জে নদীতে ডুবে ৩ কলেজছাত্র নিখোঁজ, একজনের লাশ উদ্ধার ইংল্যান্ডের ক্লাব এসেক্সে ডাক পেলেন শরিফুল উজিরপুরের সন্ধ্যা নদী থেকে ট্রলার চালক মাহাবুল নিখোঁজ লিবিয়া উপকূলে ২০ লাশ উদ্ধার, সবাই বাংলাদেশী হওয়ার আশঙ্কা জাকসু নিয়ে ছাত্রদল-শিক্ষার্থীদের পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার বিকল্প নেই : রহমাতুল্লাহ ইজতেমায় দুই দিনে ৪ জনের মৃত্যু সুরভি'র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রংপুরে ছাত্র আন্দোলনে নিহত মুন্না হত্যা মামলায় যুব লীগ নেতা গ্রেফতার ১৮ ফুটবলারকে ডেকেছে কমিটি ড্রামের খোলা ভোজ্যতেল জনস্বাস্থ্যের জন্য হুমকি

সকল