২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১, ২৫ রজব ১৪৪৬
`

জাতীয় বন্দর ব্যবস্থাপনা কৌশল প্রণয়নে জাইকার সহযোগিতা চাইলেন উপদেষ্টা

- ছবি - ইউএনবি

জাতীয় বন্দর ব্যবস্থাপনা কৌশলপত্র প্রণয়নে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) কাছে কারিগরি ও আর্থিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

আজ রোববার সকালে সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে জাইকার প্রতিনিধি দলের সাথে বৈঠকে এই আহ্বান জানান তিনি।

উপদেষ্টা বলেন, ‘জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, জ্বালানি পরিবহন ও অবকাঠামো খাতে জাইকা গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। জাইকার সার্বিক সহযোগিতায় মাতারবাড়ীতে দেশের প্রথম গভীর সমুদ্রবন্দর নির্মিত হচ্ছে।’

‘এছাড়াও সমুদ্র বন্দর ব্যবস্থাপনায় জাপানের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। দেশের মেরিটাইম সেক্টরে বিদেশী বিনিয়োগ বৃদ্ধি এবং বন্দরগুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে বর্তমান সরকার ‘বাংলাদেশ ন্যাশনাল পোর্ট স্ট্র্যাটেজি’ প্রণয়নের উদ্যোগ নিয়েছে। এই বন্দর কৌশল প্রণয়নে জাইকাকে কারিগরি ও আর্থিক সহায়তা করার আহ্বান জানাচ্ছে সরকার,’ বলেন তিনি।

উপদেষ্টা আরো বলেন, ‘এই কৌশলপত্রের মাধ্যমে একটি সমন্বিত, শক্তিশালী ও যুগোপযোগী বন্দর কাঠামো গড়ে তোলা হবে। বন্দরকেন্দ্রিক সব সেবা একটি প্ল্যাটফর্মে আনতে মেরিটাইম সিঙ্গেল উইন্ডো চালু করা হবে।’

‘দুর্ভাগ্যজনক হলেও সত্য যে গত ৫০ বছরের বেশি সময়ে বাংলাদেশে কোনো সমন্বিত বন্দর ব্যবস্থাপনা কৌশলপত্র প্রণয়ন করা হয়নি। প্রতিটি বন্দর আলাদাভাবে তাদের কার্যক্রম ও উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করে। বাংলাদেশে এখন আধুনিক ও সমন্বিতভাবে কার্যকর বন্দর ব্যবস্থাপনা সময়ের দাবি। বিশ্বের বিখ্যাত বন্দরগুলো অটোমেশনের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এতে সেখানে বেশি বেশি বিদেশী বিনিয়োগ হচ্ছে।’

বাংলাদেশে জাইকার প্রধান প্রতিনিধি ইচিঘুচি তোমাহিদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন। নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময়ে সেখানে ছিলেন।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির পক্ষে মামলা পরিচালনার আবেদন করতে পারবেন আইনজীবীরা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং থেকে টেসলা: এলানের অনন্য সাফল্য সীমান্তে বাংলাদেশীকে কুপিয়ে হত্যা : ভারতীয় নাগরিকসহ ৭ জনের নামে মামলা এবারের ভোট হবে আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠার ভোট : নির্বাচন কমিশনার ‘সে আমারে দুই সন্তান আর তার নতুন কবর উপহার দিয়ে গেল’ প্রথম ঘণ্টায় ঢাকার পুঁজিবাজারে সবকটি সূচকের পতন নির্বাসন চুক্তির পর কলম্বিয়ার ওপর শুল্ক ও নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার মুখে অভিবাসীবাহী মার্কিন ফ্লাইট অবতরণে অনুমতি কলোম্বিয়ার কঙ্গোতে সকল বাংলাদেশী শান্তিরক্ষী নিরাপদ রয়েছেন : আইএসপিআর জামিন পেলেন পরীমণি হাতকড়া পরিয়ে অভিবাসীদের ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র

সকল