২৫ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১, ২৩ রজব ১৪৪৬
`

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নজরুল, মহাসচিব শরফ

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নজরুল, মহাসচিব শরফ - ছবি : সংগৃহীত

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো: নজরুল ইসলামকে সভাপতি ও শরফ উদ্দিনকে মহাসচিব করে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের ২০২৫-২০২৬ সালের কেন্দ্রীয় কার্যনির্বাহী (এডহক) কমিটি পুনর্গঠন করা হয়েছে।

গত বুধবার এ লক্ষে অ্যাসোসিয়েশনের প্রধান কার্যালয়, ৬৩ নিউ ইস্কাটন ঢাকায় এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্য ও বিভিন্ন ব্যাচের বিসিএস (প্রশাসন) ক্যাডারের সদস্যরা উপস্থিত ছিলেন।

কমিটির সভাপতি মো: আনোয়ার উল্ল্যাহ এফসিএমএ এবং মহাসচিব মুহাম্মদ মাহবুবুর রহমানসহ অ্যাসোসিয়েশনের কিছু সংখ্যক পদে দায়িত্বশীল কর্মকর্তা অবসরে (পিআরএল) চলে গেছেন। এজন্য বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র অনুসারে ওই পদগুলো পূরণসহ কমিটি পুনর্গঠনের বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে ২০২৫-২০২৬ সালের জন্য কেন্দ্রীয় কার্যনির্বাহী (এডহক) কমিটির সভাপতি হিসেবে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো: নজরুল ইসলামকে নির্বাচিত করা হয়।

অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি হিসেবে ড. খ.ম কবিরুল ইসলাম, সচিব, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ; মো: রেজাউল মাকছুদ জাহেদী, সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়; মির্জা তারিক হিকমত, অতিরিক্ত সচিব (ডেপুটি রেজিস্ট্রার জেনারেল), জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রারের কার্যালয়; খন্দকার মো: মাহবুবুর রহমান, অতিরিক্ত সচিব, জননিরাপত্তা বিভাগ; মো: বাবুল মিয়া, অতিরিক্ত সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় নির্বাচিত হয়েছেন।

মহাসচিব পদে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী এবং কোষাধ্যক্ষ পদে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের অতিরিক্ত সচিব কানিজ মওলা নির্বাচিত হয়েছেন।

এছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন- ইকবাল আব্দুল্লাহ হারুন, সদস্য (সচিব), পরিকল্পনা কমিশন; মো: সাইফুল্লাহ পান্না, সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়; মো: ওমর ফারুক, রেক্টর (সচিব), বিসিএস প্রশাসন একাডেমি (পদাধিকার বলে); মো: আবদুল মালেক, মহাপরিচালক, বিয়াম ফাউন্ডেশন (পদাধিকার বলে); কে. এম. আলী নেওয়াজ, অতিরিক্ত সচিব, নির্বাচন কমিশন সচিবালয়; মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়; মো: মনিরুজ্জামান মিঞা, যুগ্মসচিব, স্থানীয় সরকার বিভাগ।

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের নবগঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও শান্তি শৃঙ্খলা রক্ষায় একটি জনমুখী, দক্ষ, নিরপেক্ষ জনপ্রশাসন বিনির্মাণে এবং বিসিএস (প্রশাসন) ক্যাডারের সদস্যদের কল্যাণার্থে দায়িত্ব পালন অব্যাহত রাখবে বলে পুনগঠিত নেতারা আশাবাদ ব্যক্ত করেন।-বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
মহিলাবিষয়ক অধিদফতরে শত শত কোটি টাকার দুর্নীতি নির্বাচন প্রক্রিয়া কেমন হবে সিদ্ধান্ত জনগণের : অধ্যাপক ইউনূস ট্রাম্প নিয়ে ভারতের উচ্ছ্বাসে কি ভাটা? সীমান্তে বিএসএফের বিশেষ সতর্কতা জারি পরিস্থিতি থমথমে সবজির বাজার নিয়ন্ত্রণে, ঊর্ধ্বমুখী চাল-মুরগির দাম মাওনায় গুলিবিদ্ধ হয়ে দেড় ঘণ্টা মাটিতে পড়েছিলেন আমিনুল পশ্চিমতীরে হামলা বাড়ানোর হুমকি ইসরাইলের লন্ডন ক্লিনিকের ছাড়পত্র পেয়েছেন খালেদা জিয়া দুর্নীতি ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় সংগ্রাম অব্যাহত থাকবে : ডা: শফিকুর রহমান বহিরাগত শ্রমিকদের তাণ্ডবে দেশ ছাড়ছেন ল্যাভেন্ডার গার্মেন্টের চীনা নাগরিকরা গুজব ছড়ানো হচ্ছে আমরা ভালো আছি : আসিফ নজরুল

সকল