বনশ্রীর স্কুল অফ দ্য নেশনে অনুষ্ঠিত হলো পিঠা উৎসব
- ২৩ জানুয়ারি ২০২৫, ১৯:০৩
রাজধানীর বনশ্রীতে ঐতিহ্যবাহী ইসলামিক ইংলিশ মিডিয়াম স্কুল "স্কুল অফ দ্য নেশনে" অনুষ্ঠিত হলো পিঠা উৎসব ১৪৩১। শতাধিক রকমারি পিঠার এ মেলাটি ছিল বাঙালি ঐতিহ্যের এক চমৎকার আয়োজন।
মেলাটির উদ্বোধন করেন স্কুলের চেয়ারম্যান ড. মোস্তাফিজুর রহমান খান। তিনি বলেন, পিঠা আমাদের সংস্কৃতির ঐতিহ্য এবং পারিবারিক বন্ধনের প্রতীক। এটি মানুষের মধ্যে আনন্দের ধারা বইয়ে আনে। পরস্পরের সাথে সাংস্কৃতিক বন্ধন দৃঢ় করে এবং নতুন প্রজন্মকে ঐতিহ্যের সাথে পরিচয় করায়।
অনুষ্ঠানটিতে ভাপা, পাটি সাপটা, নকশী দুধ চিতই, খোলা চিতই, কুলি পিঠা, তিলের পুলি, দুধ পুলিসহ শতাধিক রকমারি পিঠার স্টল বসেছিল।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্কুলের প্রিন্সিপাল হাবিব কাইয়ুম, ভাইস প্রিন্সিপাল মারজিয়া সাদিয়া, পরিচালক সাইদুর রহমান, ইকবাল হোসেন, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানটি সকাল ন'টায় শুরু হয় এবং বেলা একটায় শেষ হয়। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা