২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

স্থায়ীভাবে বন্ধ হলো কেয়া কসমেটিকস

- ছবি - ইন্টারনেট

‘বাজারে চলমান চ্যালেঞ্জের’ কারণে আগামী মে মাস থেকে স্থায়ীভাবে কারখানা বন্ধ করার ঘোষণা দিয়েছে কেয়া কসমেটিকস লিমিটেড।

আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানিটি এই ঘোষণা দেয়।

তবে এই সিদ্ধান্তের পেছনে প্রাথমিক কারণ হিসেবে কোম্পানিটি বাজারের অস্থিতিশীলতা, ব্যাংকের অ্যাকাউন্টে অসঙ্গতি, কাঁচামাল সঙ্কট এবং উৎপাদন কার্যক্রম কমে যাওয়াকে উল্লেখ করেছে।

এতে আরো বলা হয়, ২০২৫ সালের ১ মে থেকে কারখানাটির সব কার্যক্রম বন্ধ করে দেয়ার কথা রয়েছে। এছাড়া ২০২৫ সালের ২৫ মে থেকে কোম্পানির ডাইং ও ইউটিলিটি বিভাগ স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হবে।

কোম্পানিটি প্রসাধনী এবং রূপচর্চা শিল্পের মূল ভূমিকা পালনকারী হয়েছে। তবে বন্ধ ঘোষণার পর এখনো তার ভবিষ্যতের কৌশল সম্পর্কে বিশদ প্রকাশ করেনি কোম্পানিটি।

বাজারের পরিস্থিতি নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ এবং এই খাতের ব্যবসায়ীদের আর্থিক চাপের মধ্যে সিদ্ধান্তটি নেয়া হলো।

কেয়া কসমেটিকসের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেছে। তবে চ্যালেঞ্জগুলো মোকাবিলায় এই পদক্ষেপের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে তারা।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
ভালুকায় গাড়িচাপায় পথচারী নিহত সপ্তাহের লেনদেন শুরু ঢাকার উত্থানে, চট্টগ্রামে পতন শিক্ষার্থীদের চাপে ভর্তি আবেদনের সময়সীমা বাড়ালো কুবি রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করবে যুক্তরাজ্য আলমগীর-সরোয়ার প্যানেলের ১৪, মুছা-জাকির প্যানেলের ৬ জন নির্বাচিত বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থা ‘সঙ্কটজনক’ যুদ্ধবিরতি চুক্তি ব্যর্থ করতে নেতানিয়াহু ‘নোংরা খেলা’ খেলছেন : হামাস পেরুর ফুড কোর্টের ছাদ ধসে মৃতের সংখ্যা বেড়ে ৬ কুড়িগ্রামে ফাগুনের সকালে হঠাৎ বৃষ্টি মোংলা বন্দর থেকে প্রথমবারের মতো পণ্যবাহী ট্রেন চলাচল শুরু

সকল