২২ জানুয়ারি ২০২৫, ০৮ মাঘ ১৪৩১, ২১ রজব ১৪৪৬
`

মালয়েশিয়া গমনেচ্ছুরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দিকে যাচ্ছেন

মালয়েশিয়া গমনেচ্ছুদের কাওরান বাজারে সড়ক অবরোধ - ছবি - বিবিসি

টাকা জমা দিয়েও মালয়েশিয়ায় যেতে না পারা বিদেশ গমনেচ্ছুরা দাবি আদায়ে এখন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দিকে যাচ্ছেন।

এর আগে বুধবার সকাল ৯টায় কাওরান বাজারে সড়ক অবরোধ করে মিছিল করেন তারা। এসময় প্রায় শতাধিক মানুষ মাথায় সাদা কাপড় বেঁধে এ আন্দোলনে অংশ নেন। বেলা সোয়া ১১টায় আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে সেখান থেকে সরে যান। পরে সেখান থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে দাবি আদায়ে তারা অগ্রসর হন।

তাদের দাবি, প্রয়োজনীয় টাকা জমা দেয়া ও সকল প্রক্রিয়া শেষ হওয়ার পরেও গত বছরের ৩১ মে কলিং ভিসায় তারা মালয়েশিয়ায় যেতে পারেননি। তাদের টাকাও ফেরত দেয়া হয়নি বলে তারা অভিযোগ করেছেন। এরকম কর্মীর সংখ্যা ১৮ হাজার।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেন জানান, ‘গত সরকারের আমলে মালয়েশিয়ায় যাওয়ার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে বিভিন্ন ট্রাভেল অ্যাজেন্সির মাধ্যমে টাকা জমা দিয়েছিল। তাদের দাবি, বৈধভাবে টাকা জমা দিয়েছি, তবুও কেন যেতে পারলাম না। তাদের রাস্তা অবরাধের এটাই মূল কারণ।’

তিনি বলেন, ‘আমরা তাদের সাথে কথা বলে প্রবাসী মন্ত্রণালয়ে পাঠিয়েছি। সেখানে তারা তাদের দাবি জানাবে। কাওরানবাজারে এখন কোনো রাস্তা অবরোধ নেই।’

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement

সকল