১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`

ফুসফুসে গুলি নিয়ে কাতরাচ্ছে কিশোর রাশেদ

ফুসফুসে গুলি নিয়ে কাতরাচ্ছে কিশোর রাশেদ - ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের দারুল কোরআন আল ইসলামিয়া মাদরাসা নাজারাত শাখার শিক্ষার্থী রাশেদ মিয়া। বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়ে গত ৪ আগস্ট বুকে গুলিবিদ্ধ হন তিনি। উদ্ধার করে প্রথমে জেলা সদর জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকেরা নিশ্চিত করেন, রাশেদের বুকে দুটি গুলি লেগেছে। পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে অস্ত্রোপচারের মাধ্যমে বুক থেকে বের করা হয় একটি গুলি। অন্যটি ফুসফুসে আটকে থাকায় বের করতে পারেননি ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) চিকিৎসকেরা।

চিকিৎসা নেয়ার পর ব্রাহ্মণবাড়িয়ায় চলে আসেন গুলিবিদ্ধ রাশেদ (১৫)। পরে বুকে প্রচণ্ড ব্যথা শুরু হলে আবারও গত ২২ আগস্ট ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। পরবর্তী সময়ে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তির ব্যবস্থা করে দেয়। তারাও একাধিক চেষ্টা করে ফুসফুসে আটকে থাকা গুলিটি অস্ত্রোপচার করে বের করতে পারেননি। পরে তাকে প্রয়োজনীয় ঔষধ ও ব্যবস্থা দিয়ে ছাড়পত্র প্রদান করে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)।

এদিকে গ্রামের বাড়িতে চলে আসার পর আবার ব্যথ্যা শুরু হয় রাশেদের। ফুসফুসে গুলি থাকায় কোন কিছু করতে পারছেন না তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা আবারো তাকে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যালে কলেজে নিয়ে যান। তারাও ফুসফুস থেকে গুলি বের করা সম্ভব নয় বলে জানায়। ফলে ঔষধপত্র দিয়ে রাশেদকে গ্রামে পাঠিয়ে দেওয়া হয়। রাশেদের মূলত দরকার আরো উন্নত চিকিৎসা। কিন্তু অর্থের অভাবে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে পারছে না তার পরিবার। ফলে রাশেদ নিত্যদিন এক ভয়াবহ যন্ত্রণার ভেতর দিয়ে দিন কাটাচ্ছেন।

খোঁজ নিয়ে জানা যায়, ছয় ভাই-বোনের মধ্যে রাশেদের অবস্থান পঞ্চম। রাশেদের বড় ভাই জোবাইদ মিয়া জানান, শরীরে গুলি নিয়ে রাশেদ খুব কষ্ট করছে। এ সময় তিনি আরো জানান, ছাত্র ভাইদের ডাকে আন্দোলনে অংশ নিয়েছিলো রাশেদ। স্থানীয় ছাত্র ভাইয়েরা নিয়মিত খোঁজ খবর নিচ্ছে তার। তবে ঢাকার ভাইয়েরা যদি খোঁজ খবর নিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করে রাশেদের গুলিটি দ্রুত বের করে দিতো তাহলে আমার ভাইটি বেঁচে যেতো।

রাশেদের বাবা সোলাইমান মিয়া (৬৫) কোনো কাজকর্ম করতে পারেন না। স্থানীয় তাবলীগ জামায়াতের সাথে ইসলামী দাওয়াতি কাজ করেন।

তিনি বলেন, দেশের জন্য লড়াই করতে গিয়ে আমার ছেলের আজ এই অবস্থা হয়েছে। তাকে সুস্থ করা দরকার। কিন্তু আমি কিভাবে কি করবো, বুঝতে পারছি না।

রাশেদের মা মঙ্গল বেগম (৫৫) বলেন, ‘বাবা আমরা অনেক কষ্ট করে চলি। তারপর রাশেদের এই অবস্থা। জানি না রাশেদের জীবনে কি হবে।’

সঠিক চিকিৎসার মাধ্যমে রাশেদের গুলিটি দ্রুত বের করার জন্য তিনি জোর দাবি জানান।

এদিকে পরিবারের আর্থিক অবস্থা ভালো না হওয়ায় তার উন্নত চিকিৎসা করা সম্ভব হচ্ছে না। তবে তার নিয়মিত খোঁজখবর নিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া স্থানীয় শিক্ষার্থীরা। রাশেদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছেন। রাষ্ট্রীয়ভাবে রাশেদের উন্নত চিকিৎসার ব্যবস্থার দাবি জানিয়ে শিক্ষার্থী আরিফুল জামান তপু বলেন, ‘আমরা রাশেদকে হারাতে চাই না।’

গুলিবিদ্ধ শিক্ষার্থী রাশেদ মিয়া বলেন, ‘সহপাঠীদের সাথে ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছি। গুলি লাগার পর আর কিছু মনে নেই। এখনো একটি গুলি বুকের মধ্যে রয়েছে। এতে অনেক কষ্ট পাচ্ছি।’

ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক এ কে এম মুরাদ জানান, রাশেদের ফুসফুসের মধ্যে একটি গুলি এখনো আটকে রয়েছে। আরো উন্নত চিকিৎসা প্রয়োজন। না হলে আটকে থাকা গুলি থেকে ইনফেকশন হয়ে যেতে পারে।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ছাত্র প্রতিনিধি বায়েজিদুর রহমান সিয়াম রাশেদের সুচিকিৎসার জন্য জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে ইতোমধ্যে স্মারকলিপি দেয়া হয়েছে বলে জানান।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
বগুড়ায় চরাঞ্চলে যুবদলের শীতবস্ত্র বিতরণ বছরের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৪৭২৩ কোটি টাকা বরিশালে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন নাম পুনর্বহাল দাবিতে মানববন্ধন আমরা এখনো শক্তিশালী নির্বাচন ব্যবস্থা গঠন করতে পারিনি : মাসুদ হোসেন কুলাউড়ায় পাওনা টাকা চাওয়ায় মারধরে নারী নিহত, গ্রেফতার ১ কবি নজরুলের নাতি বাবুল কাজী আর নেই ভারত চিঠির জবাব না দিলেও হাসিনার বিচার নিজস্ব গতিতে চলবে : চিফ প্রসিকিউটর দল হিসেবে খেললে অধিনায়কত্ব করা সহজ : সোহান ‘রাজনৈতিক প্রভাব ও সরকারের হস্তক্ষেপে গণমাধ্যমগুলো সঠিক পথে চলতে পারেনি’ মুলতানে ইতিহাস গড়ে জিতল পাকিস্তান

সকল