কাচের ফুলের ভাইরাল এই ছবিটি এআই নির্মিত
- ১৮ জানুয়ারি ২০২৫, ১৬:৩১
সম্প্রতি কাচের ফুলের ছবি দাবিতে একটি ছবি ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে প্রচার করা হয়েছে। ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন- আর্কাইভ, আর্কাইভ, আর্কাইভ।
এ দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন- আর্কাইভ।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কাচের ফুলের ভাইরাল এই ছবিটি বাস্তব নয় বরং, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ছবিটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। ছবির ফুলে কিছু অসংগতি খুঁজে পাওয়া যায়। পর্যবেক্ষণে ছবিটির ফুলের পাপড়ির রঙ ও আকৃতি স্বাভাবিক মনে হচ্ছে না। রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে নির্ভরযোগ্য কোনো সূত্রে বাস্তবে এমন ফুলের ছবির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।
এছাড়াও, আলোচিত ছবিটির ক্যাপশনে কাচের ফুলের বৈজ্ঞানিক নাম হিসেবে Diphylleia grayi এর কথা উল্লেখ করা হয়েছে। উক্ত তথ্যের সূত্র ধরে আমেরিকার জীব বৈচিত্র বিষয়ক ওয়েবসাইট iNaturalist-এ ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর Skeleton Flower শীর্ষক শিরোনামে প্রকাশিত উক্ত ফুলের কিছু ছবি খুঁজে পাওয়া যায়।
সেখানে উল্লেখিত বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, ডাইফাইলিয়া গ্রেয়ি, যাকে স্কেলিটন ফ্লাওয়ার বলা হয়, এটি বারবেরিডেসি পরিবারভুক্ত একটি বহুবর্ষজীবী উদ্ভিদের প্রজাতি। এটি জাপানের উত্তর এবং মধ্যাঞ্চলের স্থানীয় উদ্ভিদ।
আরো জানা যায়, ডাইফাইলিয়া গ্রেয়ি উদ্ভিদটি প্রায় ০.৪ মিটার (১.৩ ফুট) পর্যন্ত লম্বা হয়। এর ফুলগুলো সাদা, বৃন্তযুক্ত এবং ছয়টি উল্টানো ডিম্বাকার পাপড়ি নিয়ে গঠিত, যা মে থেকে জুলাই মাসের মধ্যে ফোটে। ফুল ফোটার পর, এটি জুন থেকে আগস্ট মাসের মধ্যে সাদা পাউডারের আবরণযুক্ত গাঢ় নীল বা বেগুনি রঙের ফল উৎপন্ন করে। এর কাণ্ডগুলো বৃত্তাকার এবং ৩০-৬০ সেমি (১২-২৪ ইঞ্চি) পর্যন্ত লম্বা হয়। এর রাইজোমগুলো পুরু ও গিঁটযুক্ত। এই উদ্ভিদের বিশেষত্ব হলো, যখন এর পাপড়িগুলো পানির সংস্পর্শে আসে, তখন তা স্বচ্ছ হয়ে যায়, যা এই উদ্ভিদকে ‘স্কেলিটন ফ্লাওয়ার’ নামে পরিচিত করেছে। এটি শুকিয়ে গেলে, পাপড়িগুলো আবার সাদা রঙে ফিরে আসে।
উক্ত ওয়েবসাইট থেকে প্রাপ্ত ছবির সাথে আলোচিত কাচের ফুল দাবিতে প্রচারিত ছবির পার্থক্য খুঁজে পাওয়া যায়।
পরবর্তীতে বিষয়টি অধিকতর নিশ্চিত হতে রিউমর স্ক্যানার টিমের পক্ষ থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা ছবি শনাক্তকরণ ওয়েবসাইট HIVE MODERATION ব্যবহার করা হয়। এই ওয়েবসাইটের বিশ্লেষণে ছবিটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি হওয়ার পক্ষে ৯৯.৮% পর্যন্ত নিশ্চিত ফলাফল পাওয়া গেছে।
অর্থাৎ আলোচিত কাচের ফুলের ভাইরাল এই ছবিটি বাস্তব কোনো ফুলের নয়।
সুতরাং কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি কাচের ফুলের একটি ছবি বাস্তব দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
iNaturalist: Skeleton Flower
HIVE MODERATION: Analysis
Rumor Scanner’s Own Analysis
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা