১৮ জানুয়ারি ২০২৫, ০৪ মাঘ ১৪৩১, ১৭ রজব ১৪৪৬
`

বিইউবিটি-তে স্প্রিং ২০২৫ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত

- ছবি : সংগৃহীত

বেসরকারি বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) স্প্রিং-২০২৫ সেমিস্টারের শিক্ষার্থীদের বর্ণাঢ্য নবীনবরণ বুধবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস কমপ্লেক্সে আয়োজিত এ অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের নতুন শিক্ষাজীবনে স্বাগত জনানো হয়। পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টি কে গ্রুপের গ্রুপ ডিরেক্টর মোহাম্মাদ মুস্তাফা হায়দার।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আপনাদের সময়কে যথাযথভাবে কাজে লাগিয়ে ভবিষ্যতের সাফল্যের পথে এগিয়ে যেতে হবে। কঠোর অধ্যবসায় ও ধৈর্য ছাড়া জীবনে সাফল্য অর্জন সম্ভব নয়।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউবিটির ভিসি অধ্যাপক এ বি এম শওকত আলী। তিনি শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ ও সৃজনশীলতা বিকাশের ওপর গুরুত্বারোপ করে বলেন, শিক্ষা শুধু জ্ঞান অর্জনের মাধ্যম নয়, এটি ব্যক্তিত্ব গঠন এবং সমাজের উন্নয়নে ভূমিকা রাখার একটি প্রধান উপায়। শিক্ষার্থীদের জীবনে দৃঢ় লক্ষ্য স্থির করে সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তা অর্জনের চেষ্টা করতে হবে।

নবীনবরণে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটি ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্য ও সাবেক স্বাস্থ্যসচিব এ এফ এম সরওয়ার কামাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটি ট্রাস্টের সম্মানিত সদস্য ও উপদেষ্টা অধ্যাপক মো. আবু সালেহ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলা ও মানবিক অনুষদের ডিন এবং আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক সৈয়দ আনোয়ারুল হক। এ ছাড়া বিভিন্ন অনুষদের ডিন, বিইউবিটিএর রেজিস্ট্রার মো: হারুন-অর-রশিদ, ক্যারিয়ার গাইডেন্স, কাউন্সেলিং এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের উপ-পরিচালক, প্রক্টর ও পরীক্ষা নিয়ন্ত্রক তাদের বক্তব্যে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ তথ্য ও দিকনির্দেশনা দেন।

নবীন বরণ অনুষ্ঠানের শেষ অংশে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যা অনুষ্ঠানের সুন্দর সমাপ্তি ঘটায়। নবাগত শিক্ষার্থীদের জন্য এটি একটি স্মরণীয় দিন হয়ে ওঠে। বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
সংস্কার কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়ন কতটা চ্যালেঞ্জের হবে দেশের সম্পদ লুটপাটকারী দেশপ্রেমী হতে পারে না : ড. মিজানুর রহমান বাঞ্ছারামপুরে জাতীয় কোরআন প্রতিযোগিতা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ফের উত্তেজনা, মুখোমুখি দুই দেশের নাগরিকরা নোয়াখালীতে হত্যা মামলার আসামি আ.লীগ নেতা গ্রেফতার বাংলার জমিনে ইনসাফ কায়েমের লড়াই চলবেই : জামায়াত আমির যুক্তরাষ্ট্রের সাথে যে যুদ্ধের জন্য প্রস্তুত কানাডা জানালেন পররাষ্ট্রমন্ত্রী মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে ওসিসহ আহত ২০ অস্ত্র মামলায় সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর কারাগারে ‘সমতল ভূমি ক্ষুদ্র জাতিগোষ্ঠী সম্প্রদায়ের’ সাথে মির্জা ফখরুলের মতবিনিময় পানের দাম বৃদ্ধিতে মাইকিং!

সকল