ঠাকুরগাঁও ও কুড়িগ্রামে আমান গ্রুপের শীতবস্ত্র বিতরণ
- নিজস্ব প্রতিবেদক
- ১৫ জানুয়ারি ২০২৫, ১৬:১৫
দেশের উত্তরাঞ্চলের দুই জেলা ঠাকুরগাঁও ও কুড়িগ্রামে ঠান্ডা আবহাওয়ায় শীতার্তদের পাশে দাঁড়িয়েছে আমান গ্রুপ।
মঙ্গলবার ও সোমবার ‘হাতে হাত রেখে কাজ করি-উষ্ণতার বন্ধনে দেশ গড়ি’-এ স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁও ও কুড়িগ্রামের শত শত দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও শহরের জেআর কমিউনিটি সেন্টারে দুই শতাধিক মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় আমান সিমেন্টের এজিএম জিল্লুর রহমান, আরএসএম হাসিনুর রহমান এবং নাজমুল এন্টারপ্রাইজের প্রোপাইটর নাজমুল ইসলাম উপস্থিত ছিলেন। মেসার্স নাজমুল এন্টারপ্রাইজ এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
অন্যদিকে, কুড়িগ্রামের টাপুরচর সরকারি প্রথমিক বিদ্যালয়ের মাঠে সোমবার বিকেলে দুই শতাধিক দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
আমান সিমেন্টের পরিবেশক আমিনুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হলোখানা ইউনিয়নের চেয়ারম্যান মো: রেজাউল করিম রেজা।
এ সময় আমান ফিডের পরিবেশক রোস্তম আলী, আমান সিমেন্টের এজিএম জিল্লুর রহমান, সহ-ব্যবস্থাপক ইমাম হোসেন এবং সিনিয়র সাংবাদিক জি এম ক্যাপ্টেনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আমান গ্রুপের এমন উদ্যোগে মোট চার শতাধিক মানুষ এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচির সুফল পেয়েছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা