১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

বাংলাদেশে নতুন খেলা ল্যাক্রোস

- ছবি : সংগৃহীত

বাংলাদেশে ৫৫টি ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশনে উপস্থিত। এখন নতুন একটি অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু হতে যাচ্ছে। আর তা হচ্ছে বাংলাদেশ ল্যাক্রোচ অ্যাসেসিয়েশন। হকি, ব্যাডমিন্টন এবং ফুটবলের সমন্বয়ে এই ল্যাক্রোচ খেলা।

হকি স্টিকের মতো স্টিক। তাতে থাকে নেট সংযুক্ত বক্স। দেখতে ব্যাডমিন্টন বা টেনিসের র‌্যাকেট মতো। সেই নেটের বক্সে টেনিস বলের মতো বল ঢুকিয়ে দৌড়। এরপর হ্যান্ডবলের গোলপোস্টের মতো পোস্টে বল পাঠিয়ে গোল করা।

২০২৩ সালে প্রতিষ্ঠিত এই ল্যাক্রোচ অ্যাসোসিয়েশন। এখন আগামী ১৭, ১৮ ও ১৯ জানুয়ারি বাফুফের টার্ফে ৮ দলের প্রথম টুর্নামেন্ট করতে যাচ্ছে অ্যাসোসিয়েশন। ৪টি করে পুরুষ ও মহিলা দল খেলবে এই আসরে।

বাংলাদেশ ল্যাক্রোচ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন জানান, এই ল্যাক্রোচ অলিম্পিক ইভেন্ট। আমাদের লক্ষ্য অলিম্পিকে কোয়ালিফাই করা।


আরো সংবাদ



premium cement