১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০২ ফাল্গুন ১৪৩১, ১৫ শাবান ১৪৪৬
`
সূচনা থেকে স্মৃতি

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সাথে এক অবিচ্ছেদ্য যাত্রা

সাদিয়া রশ্নি সূচনা - ছবি : সংগৃহীত

ত্রয়োবিংশতম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (ডিআইএফএফ) উদ্বোধনী অনুষ্ঠানে আলো ছড়িয়েছে সাদিয়া রশ্নি সূচনার উপস্থিতি। বিংশতিতম আসর থেকে এই উৎসবের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন এই তরুণ উপস্থাপিকা। শুধুমাত্র ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবই নয়, দেশের নানা জাতীয় ও আন্তর্জাতিক আয়োজনে সাবলীল উপস্থাপনায় তিনি দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।

বিশ্বখ্যাত ইরানি নির্মাতা মাজিদ মাজিদি, ওপার বাংলার তারকা সব্যসাচী চক্রবর্তী, শর্মিলা ঠাকুর, মমতা শংকর, শ্রীলেখা মিত্র, স্বস্তিকা মুখার্জি-এই গুণী ব্যক্তিদের সাথে মঞ্চ ভাগ করে নেয়ার অভিজ্ঞতা সূচনার জীবনে অমূল্য সম্পদ যোগ করেছে।

উপস্থাপনার পাশাপাশি জাতিসঙ্ঘের জাতীয় পরামর্শক হিসেবে জনসচেতনতামূলক কাজেও নিয়োজিত থাকা এই তরুণীর ‘ওয়াক দ্য টক’ পডকাস্টও প্রশংসিত হয়েছে। মোস্তফা সরয়ার ফারুকী, আপন আহসানসহ খ্যাতিমান নির্মাতাদের বিজ্ঞাপনে কাজের মাধ্যমে তিনি নিজেকে দর্শকদের কাছে আরো প্রতিষ্ঠিত করেছেন।

একটি টিভি অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগদানের ফলে এক সুযোগের মাধ্যমে উপস্থাপনার জগতে পদার্পণ করেন সূচনা। স্নাতক শেষ করে ২০২১ সালে পেশাদার জীবনে পরিপূর্ণ রূপ নেয় তার যাত্রা। স্পষ্ট উচ্চারণ, নান্দনিক পরিবেশনা এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তিনি এই ক্ষেত্রে নিজের অবস্থান দৃঢ় করেছেন।

এবারের ডিআইএফএফ-এ বাংলাদেশসহ ৭৫টি দেশের ২০৩টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগসহ বিভিন্ন বিভাগে বাংলাদেশের ৪৪টি চলচ্চিত্র দর্শকদের সামনে উন্মোচিত হবে। ৯ দিনব্যাপী এই উৎসবে বিভিন্ন দেশের চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা এবং চলচ্চিত্র বোদ্ধারা উপস্থিত থাকবেন। ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত রেইনবো ফিল্ম সোসাইটির আয়োজনে ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগানকে সামনে রেখে এই আন্তর্জাতিক উৎসব নিয়মিত আয়োজন করে আসছে।


আরো সংবাদ



premium cement
পরিবেশের টেকসই উন্নয়নে সংস্কৃতি চর্চার গুরুত্ব অপরিসীম : পরিবেশ উপদেষ্টা লাওসে বিস্ফোরণে চীনা নাগরিকসহ নিহত ৪ যুদ্ধবিরতি চুক্তি এগিয়ে নেয়ার আহ্বান সদ্য মুক্তি পাওয়া ৩ ইসরাইলির কুমিল্লায় উদ্ধার হওয়া মর্টার শেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী কারওয়ান বাজারে ইটিভি ভবনের আগুন নিয়ন্ত্রণে ষড়যন্ত্র মোকাবেলায় জনতার ঐক্যের কোনো বিকল্প নেই : মোহাম্মদ সেলিম উদ্দিন ভিউজ বাংলাদেশ’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুষ্টিয়ায় নৌকা ছিদ্র করাকে ঘিরে সংঘর্ষে আহত ১৫ খুলনায় আ’লীগের ৬ নেতাকে রিমান্ড শেষে জেলহাজতে প্রেরণ গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে স্বামীকে বাঁচাতে গিয়ে স্ত্রীরও মৃত্যু আওয়ামী লীগের বিচারে কেউ হস্তক্ষেপ করলে আবার প্রতিবাদে নামব : সারজিস

সকল