১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬
`

জুলাই অভ্যুত্থানে হতাহতদের পরিবারকে সহায়তার দাবি

- সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবারকে দ্রুততম সময়ের মধ্যে সহায়তা করতে হবে বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমেদ।

রোববার (১২ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে হতাহতদের পরিবারের দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

নাসির উদ্দিন বলেন, ‘এদেশের ইতিহাস খুবই লজ্জাজনক। মুক্তিযুদ্ধের সময় দেশের স্বাধীনতার জন্য অগণিত মানুষ যুদ্ধ ও সংগ্রাম করেছিলেন। অথচ একটি পরিবার সে যুদ্ধের ফল কুক্ষিগত করার চেষ্টা করেছে। কিন্তু জনগণ সে সুযোগ দেয়নি। জুলাই বিপ্লবের পর অনেকেই নিজেদেরকে এই বিপ্লবের ভ্যানগার্ড ছিলেন বলে দাবি করেছেন, অথচ সত্য হলো- কেউই ভ্যানগার্ড ছিলেন না। জুলাই আন্দোলন একদিনে হয়নি, সুতরাং যারা বলতে চাচ্ছেন, আপনাদের কারণেই আন্দোলন হয়েছে, তাদের কারোরই এই কথা বলার অধিকার নেই।’

তিনি বলেন, ‘আন্দোলনে শিক্ষক, শ্রমিক থেকে শুরু করে সাধারণ মানুষরাই ছিলেন। একটি প্রশাসনের নির্যাতন-নিপীড়নের মুখে দাঁড়িয়ে তারা আন্দোলন করেছেন। জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবারকে সাহায্য ও আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। জুলাই অভ্যুথানে যে হত্যাকাণ্ড হয়েছে, তার প্রতিটির প্রমাণ রয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, যত দ্রুত সম্ভব বিচারকাজ সম্পন্ন করুন। আন্দোলনে যারা মারা গেছেন, তাদের খোঁজ বের করা কঠিন কিছু নয়, কিন্তু আপনারা তা করছেন না।’

তিনি বলেন, ‘যারা আহত হয়ে হাসপাতালে ভুগছেন আপনারা, তাদের খবর আপনার নিচ্ছেন না। আপনারা ভুলে গেছেন, এই মানুষের ত্যাগের বিনিময়েই আপনারা ক্ষমতায় গিয়েছেন। দেশটাকে সঠিক পথে নিয়ে যাওয়ার সময় এসেছে। আর সে জন্য প্রয়োজন সুষ্ঠু নীতিমালা তৈরি করা ও জনগণকে স্বস্তি দেয়া। কারণ জনগণকে স্বস্তি না দেওয়া হলে তারা আপনাদের এই মসৃণ পথচলাকে রুদ্ধ করবে। সুতরাং দ্রুততম সময়ের মধ্যে একটি নির্বাচন দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠিত করুন।’
সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
ব্যবসায়ীর ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে : আসিফ মাহমুদ জয়ের ধারা ধরে রাখলো সিলেট, খুলনার দ্বিতীয় হার পাঁচ দেশের দূতাবাস থেকে পাঁচ কর্মকর্তাকে প্রত্যাহার লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজে আবার ইয়েমেনি হামলা, ৯ ঘণ্টাব্যাপী সংঘর্ষ সিরাজগঞ্জে সাবেক এমপি হেনরীর সম্পত্তি ক্রোকের নির্দেশ জাতীয় প্রেস ক্লাব প্রবীণ সদস্য আমিনুল ইসলাম বেদু আর নেই অগণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি দেশ বেশি দিন চলতে পারে না : আমীর খসরু ইয়েমেনি হামলার আশঙ্কায় উচ্চ মাত্রার সতর্ক অবস্থায় ইসরাইল অনিশ্চয়তার মুখে রামগড় স্থল বন্দরের কার্যক্রম : নৌ-পরিবহন উপদেষ্টা ইসরাইলি হামলায় উত্তর গাজায় ৫ হাজার ফিলিস্তিনি নিহত আগামী নির্বাচনকে ঐতিহাসিক করতে চাই : প্রধান উপদেষ্টা

সকল