১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

‘দোসরের সহযোগীই’ হলেন বিএফআইইউ প্রধান

এ এফ এম শাহীনুল ইসলাম - ছবি : সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান কর্মকর্তা হিসাবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক এ এফ এম শাহীনুল ইসলাম। আগামী দু’ বছরের জন্য এ পদে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। শাহীনুল ইসলাম দীর্ঘ দিন বিএফআইইউর সাবেক প্রধান মাসুদ বিশ্বাসের উপ-প্রধান কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপনে জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০১৯-এর বিধি ২২ অনুযায়ী বাংলাদেশ ব্যাংক এর প্রাক্তন নির্বাহী পরিচালক এ এফ এম শাহীনুল ইসলাম অন্যানা প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদমর্যাদায় সার্বক্ষণিক কর্মকর্তা হিসেবে তার যোগদানের তারিখ থেকে দু’ বছর মেয়াদে বাংলাদেশ বিএফআইইউ-এর প্রধান কর্মকর্তা পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। এ চুক্তিভিত্তিক নিয়োগের শর্তাবলি অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

জানা গেছে, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) নতুন প্রধান নিয়োগের সাক্ষাৎকার নিতে ১০ জনকে ডাকে বাংলাদেশ ব্যাংক। ১১ ও ১২ ডিসেম্বর সাক্ষাৎকার হয়। গত ৩১ অক্টোবর এ পদের জন্য আবেদনপত্র জমা দেন এ এফ এম শাহীনুল ইসলাম।

এ এফ এম শাহীনুল ইসলাম পতিত আওয়ামী লীগ সরকারের মেয়াদে বিএফআইইউ-এর নির্বাহী পরিচালক পদে ছিলেন। এরপর নিয়মিত অবসরে যান। ওই সময়ে বিএফআইইউ-এর প্রধান পদে থাকা মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর মাসুদ বিশ্বাস কর্মকর্তাদের চাপে পদত্যাগ করেন। মাসুদ বিশ্বাসের দায়িত্বপালনকালে সব থেকে বেশি অনিয়মের ফিরিস্তি বেরিয়ে আসছে বর্তমান অন্তবর্তী সরকারের সময়ে। ব্যাংক মাফিয়া খ্যাত এস আলম বিশেষ সুবিধা দেয়ার ক্ষেত্রে মাসুদ বিশ্বাসের জুড়ি মেলা ভাড়। এখন তার সময়ে উপ-প্রধান পদে থাকা ব্যক্তিকে সংস্থাটির প্রধান পদে নিয়োগ দিল অর্ন্তবর্তী সরকার।

এ এফ এম শাহীনুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (অনার্স), এমএসসি (পরিসংখ্যান) সম্পন্ন করেন। ১৯৯৩ সালে তিনি বাংলাদেশ ব্যাংক-এ সহকারী পরিচালক হিসেবে যোগদান করার পর থেকে বিভিন্ন পদে কর্মরত ছিলেন। ২০২২ সালের ২ মার্চ তিনি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতিপ্রাপ্ত হয়ে বাংলাদেশ ব্যাংকের বগুড়া অফিস প্রধান হিসেবে বগুড়া অঞ্চলের ব্যাংকসমূহের সার্বিক কার্যক্রম দেখভালের দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০২৩ সালের ২৮ মার্চ হতে বাংলাদেশে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান- বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর নিবাহী পরিচালক ও উপ-প্রধান কর্মকর্তা হিসেবে অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনসহ মোট ৩১ বছর শেষে বিগত ২০২৩ সালের ৩১ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক হতে পিআরএল-এ যান তিনি।


আরো সংবাদ



premium cement
কাতারের আমিরের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ শিল্প কারখানা বাংলাদেশে স্থানান্তরের জন্য তুরস্কের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার ১১ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে, পাঠানো হবে আরো ২৮ জন : পররাষ্ট্র মন্ত্রণালয় মুকসুদপুরে বাসের চাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত কক্সবাজার সমুদ্র সৈকতে খুলনার সাবেক কাউন্সিলরকে গুলি করে হত্যা হত্যা মামলার আসামি উত্তরা পূর্ব থানা থেকে পালালো সাবেক ওসি দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেসের বিস্তীর্ণ এলাকা কিংসের কাছে হারল ক্যাপিটালস শতাধিক পণ্য ও সেবায় বাড়ল শুল্ক-কর বেরোবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪ দ্বিতীয় জয় চট্টগ্রামের, ঢাকার টানা পঞ্চম হার

সকল