ভারতে এইচএমপিভির প্রাদুর্ভাব, হিলি-বেনাপোলে নেই সতর্কতামূলক ব্যবস্থা
- নয়া দিগন্ত অনলাইন
- ০৯ জানুয়ারি ২০২৫, ০৯:৪০
বিশ্বের কয়েকটি দেশের পর ভারতে হিউম্যান মেটানিউমো ভাইরাস বা এইচএমপিভির প্রাদুর্ভাবের খবর প্রকাশ হলেও বাংলাদেশে এই ভাইরাসের বিস্তার রোধে দিনাজপুরের হিলি ও যশোরের বেনাপোল স্থলবন্দরসহ সীমান্তে কোনো ধরনের সতর্কতামূলক ব্যবস্থা এখনো নেয়া হয়নি। ফলে স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই প্রতিদিন এই দুই চেকপোস্ট দিয়ে ভারত ও বাংলাদেশে যাতায়াত করছেন অসংখ্য পাসপোর্ট যাত্রী।
প্রতিদিন শত শত পণ্যবাহী ট্রাক এই দুই গুরুত্বপূর্ণ স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশ যাতায়াত করছে। ট্রাকগুলোর চালক ও হেলপাররাও এক দেশ থেকে এসে অন্য দেশে অবস্থান করছেন। তবে তাদেরও কোনোপ্রকার স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে না।
এদিকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, কোভিড-১৯ এর মতোই ভয়াবহ আকার ধারণ করতে পারে এইচএমপিভি ভাইরাস।
জ্বর, কাশি, নাক বন্ধ থাকা, গলা ব্যথা ও হাঁচির মতো সাধারণ ফ্লু-জনিত অসুস্থতার লক্ষণগুলোই এই ভাইরাসের উপসর্গ। তবে আক্রান্ত হওয়ার পর এটি গুরুতর আকার ধারণ করে। শিশু ও যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, এমন বয়স্ক মানুষ এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে বেশি।
২০০১ সালে নেদারল্যান্ডসে প্রথম এই ভাইরাস শনাক্ত হয়। ২০০৭ থেকে ২০০৯ সালের মধ্যে কাম্বোডিয়ায় শিশুদের মধ্যে এই রোগের প্রকোপ দেখা দেয়। বিস্তার করতে করতে কিছুদিন আগে ভারতে এই ভাইরাসে দুই শিশু আক্রান্ত হয়েছে।
সম্প্রতি কলকাতায়ও এই ভাইরাসে আক্রান্ত রোগীর দেখা মিলেছে। এমতাবস্থায় মনে আতঙ্ক নিয়ে ভারত যাওয়া-আসা করছেন পাসপোর্ট যাত্রীরা।
ভারতে যাওয়ার পথে হিলি চেকপোস্টে নওগাঁর শ্যামল চন্দ্র বলেন, ‘বিভিন্ন মাধ্যমে শুনেছি করোনার মতোই নতুন একটি ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ভারতে কয়েকদিন আগে এই ভাইরাস শনাক্ত হয়েছে। মনে আতঙ্ক থাকলেও কী করার, চিকিৎসার জন্য যেতেই হচ্ছে! ডাক্তারের সিরিয়াল নেয়া আছে। আবার যদি ইমিগ্রেশনের কার্যক্রম বন্ধ হয় তাহলে চরম বিপদে পড়ব। তাই বাধ্য হয়ে যাওয়া।’
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আরিফুল ইসলাম বলেন, ‘সম্প্রতি এইচএমপিভি ভাইরাস সম্পর্কে জানতে পেরেছি। এ জন্য আগাম সতর্কতা হিসেবে হিলি চেকপোস্টের মাধ্যমে বাংলাদেশ ও ভারতে চলাচল করা পাসপোর্ট যাত্রীদের মাস্ক পরাসহ স্বাস্থ্য সচেতনতার জন্য পরামর্শ দেয়া হচ্ছে। ঊর্দ্ধতন কর্তৃপক্ষ এ বিষয়ে নির্দেশনা দিলে পরবর্তীতে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
অপরদিকে, যাত্রীসাধারণের পাশাপাশি এইচএমপিভি ভাইরাস নিয়ে আতঙ্কে রয়েছেন বেনাপোল স্থলবন্দরের ব্যবসায়ী থেকে শুরু করে শ্রমিক-কর্মচারীরাও।
ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্সের পরিচালক মতিয়ার রহমান বলেন, ‘বিগত সময়ে করোনা মনে করিয়ে দেয়, কী পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছি আমরা। (করোনায়) আমাদের জীবনযাত্রা, কাজকর্ম অনেকটা স্থবির হয়ে পড়েছিল। তারপর যখন সবকিছু স্বাভাবিকভাবে চলছে, তখন আবার নতুন করে এইচএমপিভি ভাইরাস আতঙ্ক বিরাজ করছে। আবারো যদি সবকিছু বন্ধ হয়ে যায়, তাহলে কিভাবে চলব?’
বেনাপোল স্থলবন্দরের কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, ‘ভারত থেকে যেসব পণ্য আমদানি হয় সেসব পণ্যবাহী ট্রাকচালক ও হেলপারদের শারীরিক পরীক্ষার কোনো ব্যবস্থা নেই এ বন্দরে। ভারতে নাকি দেখা দিয়েছে নতুন এ ভাইরাস। তাই বেনাপোলে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ভারত থেকে যেহেতু পণ্যবাহী ট্রাক বন্দরে আসে, ভারতীয় ট্রাক ড্রাইভার-হেলপারদের মাধ্যমে যদি এই ভাইরাস (বাংলাদেশে) চলে আসে, তাহলে তো বিপদে পড়তে হবে আমাদের।’
বন্দর দু’টিতে ভীতি ছড়ালেও এইচএমপিভি ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা।
শার্শা উপজেলা স্বাস্থ্য উপ-সহকারী মেডিক্যাল অফিসার আ: মজিদ বলেন, ‘নতুন এই ভাইরাস নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। বিষয়টি সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ বিষয়ে তারা সতর্ক নজর রাখছেন। সেই ধরনের প্রাদুর্ভাব দেখা দিলে কার্যকর ব্যবস্থা নেয়া হবে।’
তিনি বলেন, ‘ভারতে যেহেতু আক্রান্ত হয়েছে, তাই আমাদের দেশেও সংক্রমণের আশঙ্কা রয়েছে। তবে আমরা বিষয়টি নিয়ে সতর্ক রয়েছি। জনসমাগম বেশি হয় এমন স্থানে মাস্ক পরা ও হাত ধোয়ার অভ্যাস করলে এটি প্রতিরোধ করা সম্ভব।’
হিলি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইলতুতমিশ আকন্দ বলেন, ‘শিশু ও যাদের বয়স বেশি তাদের জন্য এই ভাইরাসটি একটু সমস্যা, তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। যথাসময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে, করোনা মহামারিতে বিশ্বে মোট ১ কোটি ৪০ লাখের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। এছাড়া আক্রান্ত হয়েছে ৪০ কোটির বেশি মানুষ। এখন পর্যন্ত প্রতিনিয়ত বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। এ অবস্থায় নতুন এ ভাইরাসের প্রাদুর্ভাব জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে।
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা