০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

জাবিতে প্রক্টরের পোশাক নিয়ে কটূক্তির ঘটনায় নিন্দা

- ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সহকারী প্রক্টর ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শামীমা নাসরীন জলির পোশাক নিয়ে কটূক্তি করা হয়েছে। এ বিষয়ে ছাত্রদল নেতা নবীনুর রহমান নবীনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। গত ৩১ ডিসেম্বর রাতে জাবি ক্যাম্পাসে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। এই আচরণে সম্মিলিত নারী প্রয়াস তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

থার্টি ফার্স্ট নাইটে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রক্টরিয়াল বডি টহল দেয়ার সময় একটি প্রাইভেট কার থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় এক তরুণী নিজেকে জাবির ৫০ ব্যাচের শিক্ষার্থী হিসেবে পরিচয় দেন। এ সময় জাবি ছাত্রদল নেতা নবীন এসে মেয়েটিকে চলে যেতে বলেন। তখন সহকারী নারী প্রক্টর নবীনের পরিচয় জানতে চাইলে তিনি সহকারী প্রক্টরের সাথে খারাপ ব্যবহার করেন এবং তার বোরকা, হাতমোজা ও পা-মোজা নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন।

অভিযুক্ত নবীন শাখা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবং ইতিহাস বিভাগের ৩৯ ব্যাচের শিক্ষার্থী। যেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নারী শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে সচেষ্ট রয়েছে, সেখানে একজন সাবেক শিক্ষার্থী কিভাবে নারী শিক্ষকের পোশাক নিয়ে বাজে মন্তব্য করতে পারে এ প্রশ্ন সকল নারী সমাজের।

এদিকে বুধবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন একদল শিক্ষার্থীরা। পরে সেখান থেকে রেজিস্ট্রার ভবন সংলগ্ন সড়ক ঘুরে প্রক্টর অফিসের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়।

সমাবেশ শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর তিন দফা দাবির একটি লিখিত অভিযোগপত্র জমা দেন। তাদের দাবিগুলো হলো, অভিযুক্ত নবীনের সকল অ্যাকাডেমিক সনদ বাতিল করতে হবে এবং তার ক্যাম্পাসে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা দিতে হবে, ক্যাম্পাসে অ্যাকাডেমিকসহ অন্য সকল ক্ষেত্রে ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ এবং বৈষম্যমূলক আচরণ (যেমন দাড়ি, টুপি, বোরখা, হিজাব, নিকাব, শাঁখা, সিঁদুর ইত্যাদি নিয়ে কটূক্তি বা বৈষম্য) নির্মূলে নীতিমালা প্রণয়ন ও সেল গঠন করতে হবে এবং পরিচয় শনাক্তকরণে ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা করতে হবে।

সম্মিলিত নারী প্রয়াস শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবিগুলো মেনে নিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অনুরোধ জানাচ্ছে। শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নয় দেশের সকল শিক্ষপ্রতিষ্ঠানে যেন পোশাক নিয়ে কোনো নারীকে হেনস্তার শিকার হতে না হয়।

তাই বাংলাদেশের সকল নাগরিকদের পক্ষ হতে বিশেষত নারী সমাজের পক্ষ থেকে সম্মিলিত নারী প্রয়াস জাবি ছাত্রদল নেতার বহিস্কারসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement