০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

হাসিনার সাথে মোদির লং ড্রাইভের ভাইরাল ছবিটি সম্পাদিত

হাসিনার সাথে মোদির লং ড্রাইভের ভাইরাল ছবিটি সম্পাদিত - সংগৃহীত

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ছবি প্রচার করে দাবি করা হয়েছে, ‘শেখ হাসিনাকে নিয়ে লং ড্রাইভে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি’। দাবি অনুযায়ী, প্রচারিত ছবিটি শেখ হাসিনার সাথে মোদির লং ড্রাইভের দৃশ্যের।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি শেখ হাসিনার সাথে মোদির লং ড্রাইভের ছবি নয়, বরং ২০০৯ সালে সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ের অ্যাসোয়িয়েশন অফ ফরেন অ্যাফেয়ার্স (ইউপিএফ) এবং এসএএসএনইটি আয়োজিত একটি সেমিনারে শেখ হাসিনা বক্তৃতা দিতে যাওয়ার সময়কালের ছবি।

এ বিষয়ে অনুসন্ধানে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। উক্ত ছবিটি রিভার্স ইমেজ সার্চ করলেও ছবিটির সত্যতার সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। তবে অনুসন্ধানে larseklund নামের একটি ওয়েবসাইটে ‘Bangladeshi Prime Minister Sheikh Hasina lectured on Climate Change at Lund University’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়।

উক্ত প্রতিবেদনটিতে সংযুক্ত একটি ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির মোদির ছবি ছাড়া বাকি সব কিছুর সাথে হুবহু সাদৃশ্য পাওয়া যায়। যা থেকে বুঝা যায়, উক্ত ছবিটিতে নরেন্দ্র মোদির ছবি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার সাহায্যে যুক্ত করা হয়েছে। উক্ত প্রতিবেদনটিতে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী (সাবেক) শেখ হাসিনা ২০০৯ সালের ১৯ ডিসেম্বরে সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয় ভ্রমণ করেছেন। ২০০৯ সালের ৭-১৯ ডিসেম্বরে পার্শ্ববর্তী ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত হওয়া ইউএন ক্লাইমেট চেইঞ্জ কনফারেন্স (COP15) এ শেখ হাসিনা একজন গুরুত্বপূর্ণ অংশগ্রহণকারী ছিলেন।

এই সম্মেলনের সাথে সংযুক্তভাবে তিনি লার্স একলুন্ড এবং মশিউর রহমানের লুন্ড বিশ্ববিদ্যালয় পরিদর্শনের আমন্ত্রণ গ্রহণ করেছিলেন, যেখানে তিনি ‘বাংলাদেশে জলবায়ু পরিবর্তন-চ্যালেঞ্জ মোকাবিলা’ বিষয়ে একটি জনসম্মুখ বক্তৃতা প্রদান করেন। সেমিনারটি যৌথভাবে SASNET এবং লুন্ড বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েশন অব ফরেন অ্যাফেয়ার্স (UPF) দ্বারা আয়োজিত হয়েছিল এবং এটি অনুষ্ঠিত হয়েছিল লুন্ডের ইউনিভার্সিটেটসপ্লাতসেনের প্যালায়েস্ট্রা-তে (বিশ্ববিদ্যালয়ের মূল ভবনের পাশে)।

আর্কাইভ অনুসন্ধান করে দক্ষিণ এশিয়া বিষয়ক লুন্ড বিশ্ববিদ্যালয়ের রিসার্চ কার্যক্রম অনুপ্রেরিত ও শক্তিশালী করা নিয়ে কাজ করা SASNET – Swedish South Asian Studies Network এর ওয়েবসাইটেও উক্ত ছবিসহ একই তথ্যের একটি প্রতিবেদন পাওয়া যায়।

এছাড়াও United Nations Framework Convention on Climate Change (UNFCC) এর ওয়েবসাইট থেকে জানা যায়, ২০০৯ সালের ৭-১৮ ডিসেম্বরে ডেনমার্কের কোপেনহেগেনে Conference of the Parties (COP 15) অনুষ্ঠিত হয়েছিল যার সাথে উপরোল্লিখিত প্রতিবেদনে উল্লিখিত তারিখের সাদৃশ্য পাওয়া যায়।

পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করেও সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার সাথে নরেন্দ্র মোদির লং ড্রাইভে যাওয়ার বিষয়ে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

সুতরাং শেখ হাসিনার সাথে মোদির লং ড্রাইভের ছবি দাবিতে প্রচারিত ছবিটি এডিটেড বা সম্পাদিত।

তথ্যসূত্র
larseklund – Bangladeshi Prime Minister Sheikh Hasina lectured on Climate Change at Lund University
SASNET – Large audience listened to Sheikh Hasina’s lecture on Climate Change in Bangladesh
UNFCC – COP 15
Rumor Scanner’s analysis


আরো সংবাদ



premium cement
মসজিদের পাশাপাশি সমাজেরও ইমাম হতে হবে : ডা: শফিক ৬ লাখ কোটি টাকা ছাড়াবে প্রকৃত খেলাপি ঋণ সমাজের গভীর বিভক্তি দূর করতে ট্রুথ ও রিকনসিলিয়েশন কমিশন গঠন প্রয়োজন অন্তর্বর্তী সরকারের অধীনে বিএনপি স্থানীয় নির্বাচন চায় না আয়কর দেন না এমন ব্যবসায়ীদের চিহ্নিত করতে এনবিআরকে নির্দেশ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল সীমান্তে বাংলাদেশীকে মেরে লাশ নিয়ে গেল বিএসএফ ফরিদপুরে ট্রেনের ধাক্কায় স্বামী-স্ত্রীসহ ৫ জন নিহত এনসিটিবির লট বিভ্রাটে পাঠ্যবই মুদ্রণে বিলম্ব সংস্কার শেষে ভালো অবস্থানে যাবে শেয়ারবাজার : অর্থ উপদেষ্টা ময়মনসিংহে যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন ও শীতবস্ত্র বিতরণ সেনাপ্রধানের

সকল