মঙ্গলবার মৎস্যজীবীদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে
- নয়া দিগন্ত অনলাইন
- ০৬ জানুয়ারি ২০২৫, ১৩:৩৪
বিভিন্ন সময়ে আটক হয়ে ভারতে বন্দি ৯০ বাংলাদেশী মৎস্যজীবী ও নৌ-কর্মী অবশেষে দেশে ফিরছেন। আগামীকাল মঙ্গলবার সকাল ১০টার মধ্যে পরিবার ও ট্রলার মালিকদের কাছে হস্তান্তর করা হবে মৎস্যজীবীদের।
বিপরীতে বাংলাদেশে আটক ৯৫ ভারতীয় মৎস্যজীবী ও নৌ-কর্মীকেও হস্তান্তর করা হয়েছে। তারা নিজ দেশে ফিরে যাচ্ছেন। এদিকে বাংলাদেশের ‘এফভি লায়লা-২’ এবং ‘এফভি মেঘনা-৫’ নামের দু’টি মাছ ধরার নৌ-যান ফেরত আনা হয়েছে। ভারতের ছয়টি ফিশিং বোট ফিরিয়ে দেয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রোববার দুপুর ১২টার দিকে পশ্চিমাঞ্চলীয় আন্তর্জাতিক জলসীমায় এ হস্তান্তর হয়।
সোমবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সাকিব মেহবুব বলেন, ‘ভারত থেকে মুক্তি পাওয়া বাংলাদেশীদের মধ্যে ৭৮ নাবিক ও ১২ মৎস্যজীবী রয়েছেন। আজ চট্টগ্রামের পতেঙ্গায় তাদের নিয়ে আসা হবে। আগামীকাল মঙ্গলবার সকাল ১০টার মধ্যে মৎস্যজীবীদের ট্রলার মালিক ও পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
২০২৪ সালের বিভিন্ন সময় একে অপরের জলসীমায় ঢুকে পড়ায় দু’দেশের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তারা আটক হয়েছিলেন। পরে সমঝোতার ভিত্তিতে তাদের যার যার দেশের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার পদক্ষেপ নেয়া হয়।
এর অংশ হিসেবে তাদের বিরুদ্ধে উভয় দেশে হওয়া মামলা তুলে নেয়া হয়।
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা