যমুনা রেলসেতুতে ৮০ কিলোমিটার গতিতে চললো ট্রেন
- নয়া দিগন্ত অনলাইন
- ০৫ জানুয়ারি ২০২৫, ১৫:৩২
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে যমুনা নদীর ওপর নির্মিত রেলওয়ে সেতুর ওপর দিয়ে আজ রোববার পরীক্ষামূলকভাবে পূর্ণ গতিতে চলেছে ট্রেন। ইতোমধ্যে ঘণ্টায় ৮০ কিলোমিটার গতিতে ট্রেন চালিয়ে দেখা হয়েছে। পর্যায়ক্রমে আজই ট্রেন ঘণ্টায় ১২০ কিলোমিটার গতিতে চালিয়ে দেখা হবে।
রোববার (৫ জানুয়ারি) সকাল ৯টা ২০ মিনিটে পরীক্ষামূলক দু’টি ট্রেন সফলভাবে সেতু অতিক্রম করে।
বিষয়টি নিশ্চিত করেন যমুনা রেলওয়ে সেতুর চিফ সাইট ইঞ্জিনিয়ার মো: মাইনুল ইসলাম।
তিনি বলেন, ‘আজ পরীক্ষামূলকভাবে পূর্ণ গতিতে ট্রেন চলবে। এর অংশ হিসেবে প্রথমে সকাল ৯টা ২০ মিনিটে ঘণ্টায় ২০ কিলোমিটার গতিতে দু’টি ট্রেন সেতুর পূর্ব পাড় থেকে পশ্চিম পাড়ে ও পশ্চিম পাড় থেকে পূর্ব পাড় ছেড়ে যায়। এরপর ১০টা ২০ মিনিটের দিকে দ্বিতীয়বার ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিতে দু’পাশ থেকে ট্রেন দু’টি সেতু অতিক্রম করে। ১১টা ১ মিনিটে একটি ট্রেন সেতুর পশ্চিম পাড় থেকে ঘণ্টায় ৮০ কিলোমিটার গতিতে সেতুতে ওঠে। ১১টা ৫ মিনিটে পূর্ব পাড় থেকে ছেড়ে আসা ট্রেনটি পশ্চিমপাড়ের সেতুর শেষ অংশ অতিক্রম করে। এভাবে ঘণ্টায় সর্বোচ্চ ১২০ কিলোমিটার গতিতে পরীক্ষামূলক ট্রেন চলবে আজ।’
মাইনুল আরো বলেন, ‘আমরা সবাই অধীর আগ্রহে ট্রেন পূর্ণ গতিতে চলার অপেক্ষায় আছি। সত্যি বলতে গেলে আমরা খুবই আনন্দিত এবং কিছুটা উত্তেজিতও বলা যায়। কয়েকটা বছরজুড়ে আমাদের এত বড় টিমের বিশাল কর্মযজ্ঞের পরে আজ এর পূর্ণতা পেতে যাচ্ছে। দেশের সর্বোচ্চ গতিতে ট্রেন চলবে এখানে। এটা আমাদের জন্য একটি মাইলফলক।’
উল্লেখ্য, ২০১৬ সালের ৬ ডিসেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রকল্পটির অনুমোদন দেয়। এরপর গত ২৬ নভেম্বর সর্বোচ্চ ৪০ কিলোমিটার গতিসীমায় রেলওয়ে সেতু দিয়ে পরীক্ষামূলকভাবে প্রথম ট্রেন চলে।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা