০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

‘সাড়ে ১৫ বছর শেখ হাসিনার অত্যাচারে জর্জরিত ছিল নয়া দিগন্ত’

প্রতিনিধি সম্মেলন শেষে ফটোসেশন। - ছবি : নাসিম সিকদার।

দেশের অন্যতম সর্বোচ্চ পঠিত পত্রিকা দৈনিক নয়া দিগন্ত। সত্যের সঙ্গে প্রতিদিন এই স্লোগানে সংবাদমাধ্যমটি গত দুই দশক ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে করে আসছে। এই পথ চলায় ফ্যাসিস্ট হাসিনার অত্যাচারে জর্জরিত ছিল পত্রিকাটি বলে জানান ভারপ্রাপ্ত সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর।

শনিবার (৪ জানুয়ারি) বিকেলে নয়া দিগন্তের মাল্টিমিডিয়া প্রতিনিধি সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সালাহউদ্দিন মুহাম্মদ বাবর।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলী, চিফ রিপোর্টার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন ও সিটি এডিটর ও ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সহসভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম।

এছাড়া প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন আলোচনা করেন মাল্টিমিডিয়া ও এইচআর কনসাল্যলট্যান্ট মোহাম্মদ সাইফুল ইসলাম, মাল্টিমিডিয়া সম্পাদক যুবরাজ ফয়সাল, অনলাইন সম্পাদক মোস্তাফিজুর রহমান, কোড লিঙ্কার লি. এর সিইও নূরুদ্দীন জামি, এইচআর ম্যানেজার আজহারুল ইসলাম।

সম্মেলনে বক্তারা বলেন, গত সাড়ে ১৫ বছরে সরকার বারবার নয়া দিগন্তের কণ্ঠরোধ করতে চেয়েছিল। চরম অর্থকষ্ট, অফিস ভাঙচুর, এমনকি পত্রিকাটির অস্তিত্ব বিলীন করে দেয়ার চেষ্টায় মত্ত ছিলো হাসিনার মদদপুষ্ট সন্ত্রাসীরা। চরম প্রতিকূল সময় মাটি কামড়ে টিকে ছিল দেশের জনপ্রিয় এই পত্রিকাটি।

তবে মিথ্যার সঙ্গে কখনোই আপস করেনি নয়া দিগন্ত। হাসিনা সরকার পতনের পর সকল বাধা অতিক্রম করে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে সংবাদমাধ্যমটি। আর এরই ধারাবাহিকতায় প্রতিদিনেই যুক্ত হচ্ছে নতুন নতুন সাফল্যের ডাল-পালা। সাফল্যের ধারাবাহিকতায় পত্রিকাটির প্রিন্ট ভার্সনের পাশাপাশি ডিজিটাল ভার্সনকে আরও গতিশীল করতে সারাদেশে মাল্টিমিডিয়া নিয়োগ দিয়েছে গণমাধ্যমটি।

মাল্টিমিডিয়া প্রতিনিধি প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধিতে এই সম্মেলনের আয়োজন করে নয়া দিগন্ত। শনিবার সকাল-সন্ধ্যাব্যাপী প্রতিনিধি কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিভিন্ন সেশনে আলোচনা হয়েছে মাল্টিভিডিয়ায় কীভাবে ভিডিও ধারণ করতে হবে, খবর কিভাবে তৈরি করতে হবে, ডিজিটাল কন্টেন্ট এবং মোজো সাংবাদিকতা সম্পর্কে।


আরো সংবাদ



premium cement
যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে আসছে শীতকালীন ঝড় রাজধানীতে র‌্যাবের বিশেষ চেকপোস্ট ও রোবাস্ট পেট্রোল কার্যক্রম জোরদার সাবেক হুইপ কমলের ক্যাশিয়ার তপনকে পুলিশে দিল ছাত্র-জনতা অবশেষে পদত্যাগের ঘোষণা জাস্টিন ট্রুডোর বিপিএলের ব্যবস্থাপনায় সন্তুষ্ট সিলেটের দর্শকরা অগ্রাধিকারমূলক কাজের তালিকা দিলেন উপদেষ্টা মাহফুজ আলম তামিমের বিধ্বংসী ইনিংসে বরিশালের বড় জয় স্যাকমোদের ইতিহাস, অতীত থেকে বর্তমান : ডাক্তার হওয়ার স্বপ্ন কতটা যৌক্তিক? মিরপুরে মোটরসাইকেলের গ্যারেজে আগুন যুক্তরাজ্যের ব্যবসায়ীদের জ্বালানি ও প্রযুক্তিখাতে বিনিয়োগের আহ্বান অর্জিত বিজয় অর্থবহ করতে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে : জামায়াত আমির

সকল