০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

উন্নত চিকিৎসার দাবিতে শাহবাগে গণঅভ্যুত্থানে আহতদের বিক্ষোভ

শাহবাগে গণঅভ্যুত্থানে আহতদের বিক্ষোভ - ছবি : নয়া দিগন্ত

রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে উন্নত চিকিৎসার দাবিতে বিক্ষোভ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের আহতরা।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারা শাহবাগ থেকে ফার্মগেটমুখী সড়ক অবরোধ করেন। এতে ওই সময়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে জুলাই-আগস্ট আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম এসে তাদের বুঝিয়ে সন্ধ্যা ৭টার দিতে সড়ক থেকে সরিয়ে দেন। এরপর যান চলাচল শুরু হয়।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খালিদ মনসুর জানান, আহত চিকিৎসাধীনদের সাথে বিএসএমএমইউ কর্তৃপক্ষের মনোমালিন্য হয়। যে কারণে তারা সড়কে অবস্থান নেন। খবর পেয়ে সমন্বয়ক সারজিস আলম এসে বোঝালে তারা সড়ক ছেড়ে দেন। এরপর থেকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

চিকিৎসাধীন আহতদের অভিযোগ, হাসপাতালে তারা উন্নত চিকিৎসা পাচ্ছেন না। এজন্য সড়কে নেমেছেন। এ সময় তারা চিকিৎসায় অবহেলার অভিযোগে হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. রেজাউর রহমানের পদত্যাগ দাবি করেন।

পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডা. শেখ ফরহাদ ঘটনাস্থলে আসেন। তারা উন্নত চিকিৎসার নিশ্চয়তা ও চিকিৎসায় অবহেলার সাথে জড়িতদের ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে আহতরা অবরোধ তুলে নিয়ে কেবিনে ফিরে যান।

এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রেজাউর রহমান জানান, আহতরা কেন সড়ক অবরোধ করেছেন, তা তিনি জানেন না। তার কাছে তারা কোনো দাবি জানাননি। তিনি জানলে মিটমাট করতেন।

এর আগে, ১৪ নভেম্বর ঢাকার পঙ্গু হাসপাতালে গিয়ে স্বাস্থ্য উপদেষ্টা অনেককে দেখতে যাননি এমন অভিযোগে সড়ক অবরোধ করেন আহতরা।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে কোটা বাতিলের দাবিতে শুরু হওয়া আন্দোলন একপর্যায়ে সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের তথ্য অনুযায়ী, এ আন্দোলনে সারা দেশে ৮২৬ জন নিহত এবং ১১ হাজার ৩৮১ জন আহতের নাম তালিকাভুক্ত হয়েছে।


আরো সংবাদ



premium cement
ঘুরে দাঁড়ালো ম্যানসিটি, ৬৭ দিন পর তুলে নিল টানা দ্বিতীয় জয় রাতের ভোটের ৩০ জেলা প্রশাসক গুরুত্বপূর্ণ পদে নির্বাচনের তারিখ নির্ভর করছে সংস্কার কতটা তার ওপর জটিলতা না থাকলে মঙ্গলবার বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া ধ্বংসস্তুপ থেকে অর্থনীতি টেনে তোলার চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকার সম্মিলিত কল্যাণমুখী সরকার দেশের কল্যাণ আনবে : ডা: শফিক ছাত্রদলকে পড়ায় মনোযোগী হতে বললেন মির্জা ফখরুল বিএফআইইউ প্রধান হতে এস আলম ও আ’লীগের সুবিধাভোগীদের দৌড়ঝাঁপ পদ ছাড়াই রূপালী ব্যাংকে ঢালাও পদোন্নতির প্রক্রিয়া শুরু ভারতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন নিম্ন আদালতের ৫০ বিচারক দুপুরে সূর্য উঁকি দিলেও রাত কেটেছে প্রচণ্ড ঠাণ্ডায়

সকল