০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

নো-বিফ হোটেল বর্জনের দাবিতে সমাবেশ

রাজধানীতে নো বিফ হোটেল বর্জনের দাবিতে মোনববন্ধন। - ছবি : নয়া দিগন্ত

নো বিফ হোটেল (গরুর গোশত রাখে না এমন হোটেল) বর্জন ও সকল খাবার হোটেলে গরুর গোশত রাখার দাবিতে সমাবেশ করেছে মুসলিম ভোক্তা অধিকার পরিষদ নামক একটি সংগঠন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে গুলিস্তানের গোলাপ শাহ মাজার সংলগ্ন হোটেল নিউ রাজধানী ও হোটেল রাজের সামনে এ কর্মসূচি পালন করে তারা। পরে সমাবেশকারীদের প্রতিবাদের মুখে নো-বিফ নীতি থেকে সরে এসে গরুর গোশত রাখবে বলে জানিয়েছে এ খাবার হোটেল দু’টি।

হোটেল দুটির সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সংগঠনটির উপদেষ্টা আরিফ আল খাবীর, সভাপতি সাদমান সায়মন, সাংগঠনিক সম্পাদক গাজী উসমান আয়ুবী ও শাহজালাল।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ হচ্ছেন মুসলমান। মুসলমানরা খাবার হোটেলে গরুর গোশত খেতে চায়। কিন্তু গরুর গোশতের ব্যাপক চাহিদা থাকার পরও গুলিস্তানের হোটেল নিউ রাজধানী ও হোটেলে রাজ কর্তৃপক্ষ নানা অজুহাতে হোটেলে গরুর গোশত রাখে না। এতে মুসলিম ভোক্তারা প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

বক্তারা আরো বলেন, আমাদের পার্শ্ববর্তী ভারতে প্রতিনিয়ত গরুর গোশতের জন্য মুসলমানদের নির্মমভাবে হত্যা করা হচ্ছে। এই দৃশ্য দেখার পরও যে সব হোটেল মালিক হিন্দুত্ববাদীদের পক্ষ নিয়ে তাদের হোটেলে গরুর গোশত রাখে না, তারা ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের দালাল ও বিজেপির এজেন্ট। তারা বাংলাদেশকে ভারত বানাতে চায়।

তারা বলেন, ইউরোপ-আমেরিকায় ইহুদি-খ্রিস্টানরা মুসলমানদের কথা বিবেচনা করে কখনই হোটেলে হালাল খাবার রাখে না। বাধ্য হয়ে মুসলমানরা নিজেদের জন্য পৃথক হালাল হোটেল খুলে। হিন্দুদের যদি প্রয়োজন হয়, তবে তারা নিজেদের জন্য হিন্দু নাম দিয়ে পৃথক হোটেল খুলতে পারে। কিন্তু মুসলিম হোটেলে হিন্দুদের জন্য মুসলমানদের বঞ্চিত করে গরুর গোশত পরিবেশন বন্ধ রাখা কখনই গ্রহণযোগ্য নয়।

বক্তারা বলেন, বাংলাদেশে ব্যবসা করতে হলে খাবার হোটেলগুলোকে বাধ্যতামূলক গরুর গোশত রাখতে হবে। হোটেলে গরুর গোশত থাকা প্রমাণ করবে ওই হোটেল মালিক ভারত কিংবা হিন্দুত্ববাদীদের দালাল নয়। যদি কোনো হোটেলে একটিও গরুর গোশতের তরকারি না থাকে, তবে সে হোটেলটি হিন্দুত্ববাদী হোটেল ও ভারতের দালাল বলে প্রমাণিত হবে। সেই হোটেলটিকে সারা দেশব্যাপী বর্জনের ডাক দেয়া হবে।


আরো সংবাদ



premium cement
রাতের ভোটের ৩০ জেলা প্রশাসক গুরুত্বপূর্ণ পদে নির্বাচনের তারিখ নির্ভর করছে সংস্কার কতটা তার ওপর জটিলতা না থাকলে মঙ্গলবার বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া ধ্বংসস্তুপ থেকে অর্থনীতি টেনে তোলার চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকার সম্মিলিত কল্যাণমুখী সরকার দেশের কল্যাণ আনবে : ডা: শফিক ছাত্রদলকে পড়ায় মনোযোগী হতে বললেন মির্জা ফখরুল বিএফআইইউ প্রধান হতে এস আলম ও আ’লীগের সুবিধাভোগীদের দৌড়ঝাঁপ পদ ছাড়াই রূপালী ব্যাংকে ঢালাও পদোন্নতির প্রক্রিয়া শুরু ভারতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন নিম্ন আদালতের ৫০ বিচারক দুপুরে সূর্য উঁকি দিলেও রাত কেটেছে প্রচণ্ড ঠাণ্ডায় শেখ হাসিনাকে ফেরাতে ভারতের প্রতিক্রিয়া পাওয়া যায়নি : পররাষ্ট্র উপদেষ্টা

সকল