০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

শুধু ব্যক্তি নয়, জনস্বার্থে ব্যবসা করার আহ্বান প্রধান উপদেষ্টার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস - ছবি - ইন্টারনেট

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস শুধু ব্যক্তি নয়, জনস্বার্থে ব্যবসা করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

সামাজিক ব্যবসার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘আগামী প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার বিকল্প নেই।’

আজ বৃহস্পতিবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ উপলক্ষে সমাজসেবা অধিদফতর আয়োজিত ওয়াকাথন ও সমাজসেবা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, দেশের সঙ্কটপূর্ণ খাতগুলো ধরে সামাজিক ব্যবসা গড়ে তুললে সমস্যা অনেকাংশে নিরসন হবে। এজন্য দেশের প্রতিটি নাগরিককে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, ‘সমাজসেবা প্রতিটি মানুষের দায়িত্ব আর মন্ত্রণালয়ের কাজ হলো সবাইকে মনে করিয়ে দেয়া, পাছে যেন কেউ ভুলে না যায়, এই দায়িত্ব থেকে দূরে সরে না যায়।’

“প্রত্যেক মানুষের মধ্যেই পরের স্বার্থে কাজ করার প্রবণতা আছে” উল্লেখ করে তিনি আরো বলেন, ‘সেই ইচ্ছাকে জাগিয়ে তুলতে হবে। নিজের জন্য কিছু করার তুলনায় পরের কল্যাণে কাজ করায় আনন্দ মেলে বেশি।’

তাই দৈনন্দিন জীবনে জনস্বার্থে কাজ করার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

ড. ইউনূস বলেন, সরকারের শক্তির থেকেও মানুষের শক্তি বেশি। তাই দেশকে এগিয়ে নিতে সরকারের ওপর শতভাগ নির্ভরশীল না হয়ে ব্যক্তিপর্যায়ে সবাইকে এগিয়ে আসতে হবে।

এর আগে, ওয়াকিং ম্যারাথনের উদ্বোধন ঘোষণা করেন প্রধান উপদেষ্টা।


আরো সংবাদ



premium cement