০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬
`

বাধ্যতামূলক অবসরে ৩ অ্যাডিশনাল আইজিপি

- ছবি - ইন্টারনেট

বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে বাংলাদেশ পুলিশের তিন অতিরিক্ত মহাপরিদর্শককে।

তারা হলেন মল্লিক ফখরুল ইসলাম, সেলিম মো: জাহাঙ্গীর এবং ওয়াই এম বেলালুর রহমান।

গত বছরের শেষ কর্মদিবস ৩১ ডিসেম্বরে সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত পৃথক তিন প্রজ্ঞাপন বুধবার প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

প্রজ্ঞাপনগুলোতে উল্লেখ করা হয়, সরকারি চাকরি আইন অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দেয়া হলো। তারা অবসরজনিত সুবিধা পাবেন। আদেশগুলো অবিলম্বে কার্যকরের কথাও বলা হয় প্রজ্ঞাপনে।

এই কর্মকর্তার মধ্যে মল্লিক ফখরুল ইসলাম পুলিশ স্টাফ কলেজ, সেলিম মো: জাহাঙ্গীর পুলিশ অধিদফতর এবং ওয়াই এম বেলালুর রহমান পুলিশ টেলিকমে কর্মরত ছিলেন।

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement