০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

ভারতের হিন্দু নারীকে মারধরের দৃশ্য বাংলাদেশের বলে অপপ্রচার

- সংগৃহীত

সম্প্রতি ‘বাংলাদেশী হিন্দু মাকে ইসলামপন্থীরা আক্রমণ করেছে, তার ছেলে এক মুসলিম নারীকে তাদের হাত থেকে রক্ষার চেষ্টা করায়’ শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রচার করা হয়েছে।

ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভিডিওর নারী বাংলাদেশী নন। বরং তিনি ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরের বাসিন্দা। প্রকৃতপক্ষে, আহত নারীর ছেলে প্রেমের সম্পর্কের জেরে একজন মুসলিম নারীকে নিয়ে পালিয়ে যায়। এতে ক্ষিপ্ত হয়ে এই পরিবারের লোকজন ছেলেটির বাড়িতে হামলা চালিয়ে ছেলের মাকে আহত করেন। তারই দৃশ্য এটি।

অনুসন্ধানে উক্ত দাবিতে প্রচারিত পোস্টটি পর্যবেক্ষণ করে দেখা যায় ভিডিওর ক্রেডিট দেয়া হয়েছে Avroneel Hindu নামের একটি এক্স অ্যাকাউন্টকে। উক্ত অ্যাকাউন্টে প্রকাশিত মূল পোস্ট থেকে জানা যায়, ‘ভারতের পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার অধীনে শ্যামসুন্দর গ্রামে, স্থানীয় মুসলিম চরমপন্থীরা একজন হিন্দু ছেলের বাড়িতে আক্রমণ চালিয়েছে। কারণ ছেলেটি একজন মুসলিম নারীকে বিয়ে করেছে। তারা ছেলেটির বাড়ি ভাঙচুর করেছে এবং ছেলেটির মাকে আহত করেছে।’

পরবর্তী অনুসন্ধানে বাংলার কথা নামের একটি ইউটিউব চ্যানেলে গত ২২ ডিসেম্বর প্রকাশিত ‘অবৈধ সম্পর্কের জেরে মার খেতে হলো ছেলের মাকে’ শীর্ষক একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, আহত নারীর নাম শঙ্করী ভুঁইয়া। মূলত তার ছেলে শুভঙ্কর ভূইয়ার সাথে ফিরোজা খাতুন নামের মুসলিম এক নারীর চার বছরের প্রেমের সম্পর্ক ছিল। ছয় মাস আগে ফিরোজা খাতুনের অন্যত্র বিয়ে হয়ে যাওয়ার পরও তাদের প্রেমের সম্পর্ক বজায় থাকে। মাস খানেক আগে তারা পালিয়ে যায়। মেয়ের কোনো খোঁজ না পাওয়ায় মেয়ের পরিবার ছেলের বাড়িতে হামলা চালায়।

অর্থাৎ, হামলায় আহত নারীটি বাংলাদেশী নন। সুতরাং, ভারতের পশ্চিমবঙ্গে হিন্দু নারীকে মারধরের দৃশ্যকে বাংলাদেশের ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র
Avroneel Hindu - X Post
বাংলার কথা - অবৈধ সম্পর্কের জেরে মার খেতে হলো ছেলের মাকে


আরো সংবাদ



premium cement
সম্ভাব্য যুদ্ধবিরতির প্রথম ধাপে ৩৪ বন্দিকে মুক্তি দিতে হামাসের সম্মতি চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবক আটক চাটমোহরে উপজাতি সম্প্রদায়ের মধ্যে কম্বল বিতরণ লন্ডনে উপহার পাওয়া ফ্ল্যাট নিয়ে অসত্য বলেছিলেন টিউলিপ ফুলগাজীতে ভাঙচুর-বিষ্ফোরক মামলায় আ’লীগ নেতা গ্রেফতার খালেদা জিয়া দেশ বিনির্মাণে ভূমিকা রাখবেন, প্রত্যাশা আসিফ নজরুলের পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে রাবিতে মানববন্ধন ডিবি পুলিশ সিভিল ড্রেসে কাউকে গ্রেফতার করবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা মোবাইলে গেম খেলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু মঙ্গলবার লন্ডন রওনা হবেন খালেদা জিয়া একীভূত আইনে নির্দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনের পরামর্শ

সকল