০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬
`

জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসায় বিদেশে ডলার নেয়ার সীমা শিথিল

- ছবি - বিবিসি

জুলাই আন্দোলনে আহত ব্যক্তিদের বিদেশে চিকিৎসা করানোর জন্য অর্থ ছাড়ের সীমা শিথিল করেছে কেন্দ্রীয় ব্যাংক।

২০১৮ সালের বিদেশী মুদ্রা লেনদেন গাইডলাইন অনুযায়ী, বিদেশে চিকিৎসা ব্যয় মেটাতে একজন ভ্রমণকারীর জন্য সর্বোচ্চ ১০ হাজার ডলার বা তার সমপরিমাণ বিদেশী মুদ্রা নিয়ে যাওয়ার সীমা বেঁধে দেয়া হয়েছে।

তবে শুধু ছাত্র আন্দোলনে আহতদের জন্য এই সীমা শিথিল থাকবে।

অর্থাৎ আহতের চিকিৎসার জন্য যে ডলার প্রয়োজন হবে, সেই পরিমাণ ডলার তারা নিয়ে যেতে পারবেন।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এই সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।

সেখানে বলা হয়েছে, জুলাই বিপ্লবে আহতরা বিদেশে ১০ হাজার ডলারের বেশি ব্যাংকিং চ্যানেল, কার্ডে এবং নগদ ডলারে চিকিৎসা ব্যয় মেটাতে পারবেন। তবে গাইডলাইনের নির্দেশনা অন্যদের জন্য অপরিবর্তিত থাকবে।

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement