০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩০, ২০ জমাদিউস সানি ১৪৪৫
`

বছর শেষে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ব্যয়ের হিসাব

- ছবি - ইন্টারনেট

ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে এখন পর্যন্ত ৪৭ কোটি ৯৮ লাখ ২১ হাজার ৫২৯ টাকার সহযোগিতা করা হয়েছে। ৬৪৮ শহীদ পরিবার এবং এক হাজার ৫৮০ জন আহত ব্যক্তি মিলিয়ে মোট দুই হাজার ২২৮ জনকে এই অর্থ সহায়তা দেয়া হয়।

আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘এখন পর্যন্ত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে দুই হাজার ২২৮ জনকে মোট ৪৭ কোটি ৯৮ লাখ ২১ হাজার ৫২৯ টাকা সহায়তা প্রদান করা হয়েছে।’

তিনি জানান, জুলাই অভ্যুত্থানে শহীদ ৬৪৮টি পরিবারকে ৩২ কোটি চার লাখ টাকা অনুদান দেয়া হয়েছে এবং আহত এক হাজার ৫৮০জনকে ১৫ কোটি ৫৮ লাখ ২১ হাজার ৫২৯ টাকার সহায়তা প্রদান করা হয়।

প্রাথমিকভাবে প্রতিটি শহীদ পরিবারকে পাঁচ লাখ এবং আহত ব্যক্তিদের এক লাখ টাকা করে আর্থিক সহায়তা দেয়া হচ্ছে। গত ২ নভেম্বর থেকে ‘শহীদ পরিবারের পাশে বাংলাদেশ’ ব্যানারে এই সহায়তা প্রদান কার্যক্রম শুরু হয়।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement