বছরের প্রথমদিন যেসব এলাকায় বন্ধ থাকবে গ্যাস সরবরাহ
- নয়া দিগন্ত অনলাইন
- ৩১ ডিসেম্বর ২০২৪, ১৩:২০
গ্যাস পাইপলাইন সংস্কারে নিয়মিত রক্ষণাবেক্ষণকাজ করছে গ্যাস বিতরণ সংস্থা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএসসি লিমিটেড।
এ কাজের জন্য আগামীকাল বুধবার (১ জানুয়ারি) ঢাকার কিছু এলাকায় ১১ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ।
মঙ্গলবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএসসি লিমিটেড সূত্রে জানা যায়, তিতাস অধিভুক্ত ৫৯/এফ, পশ্চিম রাজাবাজার এলাকায় গ্যাস পাইপলাইন রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। এ কাজে বুধবার সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১১ ঘণ্টা পশ্চিম রাজাবাজার, ইন্দিরা রোড ও শুক্রবাদ এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস আরো জানিয়েছে, একই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকের সাময়িক অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা