২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কামালপুর যুদ্ধের দুই বীর মুক্তিযোদ্ধাকে জামালপুর সমিতির সম্মাননা

সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিদের সাথে জামালপুর সমিতির কর্মকর্তা ও অংশগ্রহণকারীরা। - ছবি : নয়া দিগন্ত

মুক্তিযুদ্ধে গৌরবোজ্বল ধানুয়া ধানুয়া কামালপুর যুদ্ধের দুই বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিয়েছে জামালপুর সমিতি। গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর ২৯২৪) সন্ধ্যায় বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে সমিতির আয়োজনে কামালপুর যুদ্ধের স্মৃতিচারণ, আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানে এ সম্মাননা দেয়া হয়।

১৯৭১ সালে এক গুরুত্বপূর্ণ যুদ্ধ সংঘটিত হয় বর্তমানে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার কামালপুরে। জেড ফোর্সের অধীন প্রথম বেঙ্গল রেজিমেন্টের সাথে পাকিস্তান সেনাবাহিনীর ৯৩ ব্রিগেডের অধীন ৩১ বালুচ রেজিমেন্টের ৩১ জুলাই থেকে ৪ ডিসেম্বর ১৯৭১ পর্যন্ত যুদ্ধশেষে দেশের প্রথম এলাকা হিসেবে হানাদারমুক্ত হয় এই অঞ্চল।

সমিতির নির্বাহী সভাপতি হাফিজুর রহমান ময়নার সভাপতিত্বে কামালপুরের যুদ্ধের স্মৃতিচারণ করেন এই যুদ্ধে সরাসরি অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. মোঃ মোফাজ্জল হোসেন ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু তাহের সরকার।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ।

সমিতির মহাসচিব অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন বলেন, একাত্তরের এ গুরুত্বপূর্ণ যুদ্ধ সংঘঠিত হয়েছিলো জামালপুরে, যেখানে বিপুল সংখ্যক স্থানীয় অধিবাসী যোগ দিয়ে একে জনযুদ্ধে রূপ দিয়ে দেশের সর্বপ্রথম হানাদারমুক্ত অঞ্চল প্রতিষ্ঠিত করেছিলো। সেই যুদ্ধের জীবিত মুক্তিযোদ্ধাদের সবাইকে সম্মান জানাবে জামালপুর সমিতি। পাশাপাশি ২০২৪ এর মুক্তিযুদ্ধে জামালপুরের এখন পর্যন্ত প্রাপ্ত তালিকা অনুযায়ী ১৭ জন শহীদের পরিবারকে অনুদান কিংবা কর্মসংস্থানের উদ্যোগ নিবে। পিকনিক ও সংবর্ধনা প্রদানের বাইরে এলাকাবাসীর জন্য স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি ও মানব উন্নয়নের বিভিন্ন কর্মসূচি গ্রহণের জন্য আঞ্চলিক সংগঠনগুলির এগিয়ে আসা প্রয়োজন বলে তিনি মত প্রকাশ করেন।

অনুষ্ঠানে ছাত্র ও যুব প্রতিনিধিরা জামালপুর জেলার ২৪ এর আহত যোদ্ধাদের তালিকা প্রনয়ণ করে তাদের চিকিৎসা ও পুনর্বাসনে কাজ করার অঙ্গীকার করেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আনু মুহাম্মদ মুক্তিযুদ্ধকালে ব্যাক্তিগত স্মৃতিচারণ করেন এবং কামালপুরের যুদ্ধে অংশগ্রহণকারীদের প্রতি ধন্যনাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের প্রতি মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে এবং জাতির সংকটে বীর মুক্তিযোদ্ধাদের মত এগিয়ে আসার আহবান জানান।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের বীরত্বগাঁথা যতদিন জাতি স্মরণ করবে, ততদিন কোনো অপশক্তি দেশকে বিভাজিত করতে পারবে না। ২৪ এর আন্দোলনে ছাত্রজনতা তা প্রমাণ করেছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সহসভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান, মোঃ সুজাত আলী, অধ্যাপক ডা. আব্দুর রহমান, যুগ্মসম্পাদক রাজু তালুকদার, হুমায়ুন কবীর আকন্দ, যুবনেতা আশরাফ ফারুক হীরা, প্রবাসী নেতা মোঃ জাকির হোসেন।

আলোচনা শেষে দেশাত্মবোধক কবিতা ও গান পরিবেশিত হয়।


আরো সংবাদ



premium cement
রাজধানীর ফুটপাথ পরিদর্শনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিখোঁজের ৪ দিন পর কেন্দ্রীয় সহসমন্বয়ক খালেদ ফিরেছেন মোহাম্মদপুরে বাস মালিককে হত্যা উত্তরায় এপিবিএনের সামনে ট্রাক চাপায় অজ্ঞাত ব্যক্তি নিহত দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতায় জনগণ বিক্ষুব্ধ চাঁদপুরে জাহাজে ৭ খুনের মোটিভ শিগগিরই জানতে পারবো : স্বরাষ্ট্র উপদেষ্টা উন্নয়ন কর্মসূচিতে বড় কাটছাঁট বিচার বিভাগ পৃথকীকরণ ও পৃথক সচিবালয় গঠনে অগ্রগতি নেই সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে মজবুত করার আহ্বান রাষ্ট্রপতির খালেদা জিয়াকে যুক্তরাষ্ট্রে নেয়ার প্রস্তুতি চলছে স্বৈরশাসক সরিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় এগিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা

সকল