রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে সরওয়ার আলমের যোগদান
- নয়া দিগন্ত অনলাইন
- ২৪ ডিসেম্বর ২০২৪, ১৬:৫৯
বিসিএস ৮৪ ব্যাচের সাবেক তথ্য ক্যাডার কর্মকর্তা মো: সরওয়ার আলম আজ রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে সচিব পদমর্যাদায় দুই বছরের চুক্তিতে যোগদান করেছেন। সরওয়ার আলম তথ্য ক্যাডারের আরেক কর্মকর্তা মো: জয়নাল আবেদীনের স্থলাভিষিক্ত হলেন।
মঙ্গলবার দুপুরে বঙ্গভবনের প্রেস উইংয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিদায়ী প্রেস সচিব আবেদীন নতুন প্রেস সচিবের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
এ সময় বঙ্গভবনের জন বিভাগ ও পার্সোনাল উইংয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সরকার সরওয়ার আলমকে রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি হিসেবে তার যোগদানের দিন থেকে দুই বছরের জন্য সচিব পদমর্যাদায় নিয়োগ দেয়। এর আগে সোমবার মো: সরওয়ার আলমকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
উল্লেখ্য, ফেনীর কৃতিসন্তান সরওয়ার আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ থেকে প্রথম শ্রেণি পেয়ে স্নাতক এবং স্নাতকোত্তর উভয় ডিগ্রী অর্জন করেন।
তিনি ২০০৫ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপ-প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
সরওয়ার আলম সাবেক রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিন আহম্মেদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ফখরুদ্দীন আহমেদের উপ-প্রেস সচিব ছিলেন।
তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ও ভারতের কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনের প্রথম সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন।
সরওয়ার আলম দীর্ঘদিন বঞ্চিত থেকে ২০২২ সালে এলপিআরে এবং ২০২৩ সালে অবসরে যান।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা