পৌনে ৫ ঘণ্টায় খুলনা থেকে ঢাকায় এলো ট্রেন
- নয়া দিগন্ত অনলাইন
- ২৪ ডিসেম্বর ২০২৪, ১৩:৩৩
নতুন ট্রেন ‘জাহানাবাদ এক্সপ্রেস’ আজ মঙ্গলবার পৌনে পাঁচ ঘণ্টায় খুলনা থেকে ঢাকায় পৌঁছেছে।
ট্রেনটি সকাল ৬টায় খুলনা থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে সকাল ১০টা ৪৫ মিনিটে কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছায়।
আবার আজ রাত ৮টায় ঢাকা থেকে ছেড়ে যাবে এবং খুলনায় পৌঁছাবে রাত ১১টা ৪৫ মিনিটে।
রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এই রেলসেবা উদ্বোধন করেন।
তিনি সংবাদ সম্মেলনে বলেন, ‘পদ্মা রেল সেতু সংযোগের মাধ্যমে খুলনা ও ঢাকার মধ্যে একটা দ্রুত যাতায়াতের ব্যবস্থা হয়েছে। পৌনে চার ঘণ্টায় এটি পৌঁছে যাবে।’
রেলকে সাশ্রয়ী যোগাযোগ ব্যবস্থা উল্লেখ করে ফাওজুল কবির বলেন, ‘খুব অল্প খরচে এই মাধ্যমে যাতায়াত করা যায়। কিন্তু আমাদের রেলের নানা রকম সঙ্কট আছে। আপনারা অনেকেই অসন্তোষ ব্যক্ত করেন।’
তিনি বলেন, ‘আপনাদের জানতে হবে যে রেল কেন আপনাদের প্রাপ্য সুবিধা দিতে পারে না। আমাদের লোকোমোটিভ সঙ্কট আছে, কোচ সঙ্কট আছে, লোকবলের সঙ্কট আছে। সীমিত জনবল দিয়ে রেলের কর্মীরা একটি বড় দায়িত্ব পালন করেন। তারা রেলের আনসাং হিরো।’
সূত্র : বিবিসি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা