২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

লাশ উদ্ধার করতে গিয়ে নিজেও শহিদ হলেন সুমন

- ছবি : বাসস

পুলিশের আগুনে পুড়ে যাওয়া ছাত্রদের লাশ উদ্ধার করতে গিয়ে শহীদ হলেন সুমন। গত ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটে।

ওই দিন ঢাকার অদূরে আশুলিয়া থানার প্রধান ফটকের সামনে মারমুখী পুলিশ বৃষ্টির মতো গুলিবর্ষণ করে। গুলিবিদ্ধ হয়ে যে সকল ছাত্র শহীদ হয়েছে তাদের লাশের স্তুপে পুলিশ আগুন ধরিয়ে দেয়। এই খবর শুনে শত শত মানুষ লাশ উদ্ধারে ঝাঁপিয়ে পড়ে। সুমন ইসলামও বসে থাকেননি। বন্ধুকে নিয়ে লাশ উদ্ধারে যান। কিন্তু অপরদিক থেকে পুলিশ গুলি করতে শুরু করে। সে গুলি এসে লাগে সুমনের মাথায়। শহীদ হন তিনিও।

ওই দিন সাথে থাকা সুমনের বন্ধু সোলেমান ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘লাশ পোড়ানোর মর্মান্তিক, হৃদয়বিদারক ঘটনা শুনে আমরা দু’জনে চলে যাই আশুলিয়া থানার প্রধান ফটকের সামনে। ওই সময় পুলিশ আমাদের দিকে বৃষ্টির মতো গুলি ছোঁড়া করে। আমি দৌড়ে পালাতে পারলেও আমার বন্ধু সুমন পালাতে পারেনি। গুলি লাগে তার গায়ে। সুমন সেখানেই পড়ে যায়। পরে এসে আমি তার খোঁজ করি। কিন্তু পাইনি। পরে মোবাইলে ভিডিও দেখে জানতে পারি, গুলিবিদ্ধ হওয়ার পর তাকে সেনাবাহিনীর গাড়িতে তুলে দেয়া হয়েছে। তার লাশ ৭ আগস্ট ঢাকা মেডিক্যাল থেকে উদ্ধার করা হয়।’

সোলাইমান আরো বলেন, ‘লাশ পাওয়ার পর দেখা যায় মাথায় গুলির ক্ষতচিহ্ন। শরীরে রাবার বুলেটের অসংখ্য ক্ষতচিহ্ন। ৮ আগস্ট সুমন ইসলামের লাশ গ্রামের বাড়িতে এনে দাফন করা হয়।

শহীদ সুমন ইসলাম (২১) পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের আমিন নগর এলাকার হামিদ আলীর ছেলে।

পরিবারের সূত্রে জানা গেছে, সুমন ইসলাম পঞ্চগড়ের সাকোয়া ফাজিল মাদরাসায় প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। সুমনের বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ। তাই সুমন অভাবের সংসারের হাল ধরতে ও পরিবারের সচ্ছলতা ফেরাতে ঢাকায় ইপিজেডে কাজ নিয়েছিলেন তিন বছর আগে। সংসারের সব দায়িত্ব ছিল সুমনের। একমাত্র কর্মক্ষম সদস্যকে হারিয়ে পরিবারটি এখন দিশাহীন।

সম্প্রতি সুমন ইসলামের বাড়িতে গিয়ে দেখা গেছে, ছেলের জন্য কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়েছেন বৃদ্ধ বাবা হামিদ আলী ও মা কাজলি বেগম। পরিবারের একমাত্র কর্মক্ষম সদস্যকে হারিয়ে নির্বাক তারা। নিজেদের ভিটেবাড়ির ৪ শতাংশ জমি ছাড়া আর কোনো জায়গা জমি নেই তাদের। এই বৃদ্ধ বয়সে কিভাবে সংসার চলবে কপালে সেই চিন্তার ভাঁজ।

সুমনের বাবা হামিদ আলী বলেন, ‘আমার ছেলে অভাবের সংসারের হাল ধরতে ঢাকায় গেছে চাকরি করতে। আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে আমার ছেলে শহীদ হয়েছ। ওই দিন থেকেই আমার সব শেষ হয়ে গেছে। আমার তো চলার মতো আর রাস্তা নাই। কিভাবে চলবো এ বৃদ্ধ বয়সে? সংসার চালানোর কেউ রইল না আর।’

সুমনের মা কাজলি বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘লাশ উদ্ধার করতে গিয়ে নিজেই লাশ হয়ে ফিরলো আমার ছেলে, এ আমি দু:স্বপ্নেও ভাবিনি। আমার ছেলের জীবনের বিনিময়ে দেশে শান্তি চাই। আর যেন কোনো মায়ের কোল খালি না হয়, এই আমাদের চাওয়া।’

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
উপদেষ্টা মাহফুজ আলমের মন্তব্য নিয়ে যা বলল ভারত বনশ্রীতে আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে ‘মানুষ এখনো অধিকার বঞ্চিত ও বৈষম্যের শিকার’ সিরিয়ার পুনর্গঠনে বিশ্বকে নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করতে হবে : জাতিসঙ্ঘ সিলেটে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার ফল প্রকাশ রোহিঙ্গা সঙ্কটের সমাধান ছাড়া মিয়ানমারে শান্তি স্থায়ী হবে না : তৌহিদ সোনারগাঁওয়ে বাসের ধাক্কায় নারী নিহত ডেঙ্গুতে আরো ১ জনের মৃত্যু পূর্বাচলে বুয়েটশিক্ষার্থী নিহত : ডোপ টেস্টে গ্রেফতার দু’জন ‘পজিটিভ’ সিরিয়ায় এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের ২ হাজার সৈন্য আছে : পেন্টাগন আবারো দাফন হবে হারিছ চৌধুরীর লাশ, দেয়া হবে রাষ্ট্রীয় মর্যাদা

সকল