১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১, ১৬ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বিএসপিএ’র আয়োজনে মেডিকেল ক্যাম্প

- ছবি : সংগৃহীত

রাজধানীর জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে প্রথমবারের মতো বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)-এর আয়োজনে এক মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে বারডেম হাসপাতালের সহযোগিতায় অনুষ্ঠিত এ মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) সভাপতি অধ্যাপক ডা. এ কে আজাদ খান।

এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিএসপিএ-এর সভাপতি রেজওয়ান উজ জামান রাজীব, সাধারণ সম্পাদক মো: সামন হোসেন, বাডাস-এর সদস্য, সাংবাদিক মতিউর রহমান লাল্টু।

মেডিক্যাল ক্যাম্প আয়োজনে পৃষ্ঠপোষকতা করে দেশের অন্যতম শীর্ষ ওষুধ প্রস্ততকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত অনুষ্ঠিত মেডিক্যাল ক্যাম্পে নয়জন বিশেষজ্ঞ চিকিৎসক স্বাস্থ্য সেবা প্রদান করেন।

তারা হলেন বারডেমের চর্ম ও যৌন বিভাগের অধ্যাপক ডা. মীর নজরুল ইসলাম, মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মো: দেলোয়ার হোসেন, নিউরোলজি বিভাগের ডা. রাশেদুল ইসলাম, নাক-কান-কলা বিভাগের ডা. বাধান কুমার দে, ডায়াবেটোলজি অ্যান্ড অ্যান্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক ডা. মো: ফারুক পাঠান, চক্ষু বিভাগের অধ্যাপক ডা. পূরবী রানী দেবনাথ, নেফ্রোলজি বিভাগের ডা. তোফায়েল আহমেদ চৌধুরী এবং কার্ডিওলজি বিভাগের ডা. ইশা আব্দুল্লাহ আলী।

বিএসপিএ-এর সদস্যরা ও তাদের পরিবার মিলিয়ে শতাধিক সদস্য এ মেডিক্যাল ক্যাম্প থেকে বিনামূল্যে বিশেষষজ্ঞ চিকিৎসকদের কাছে থেকে স্বাস্থ্য সেবা নেন।

মেডিকেল ক্যাম্পের উদ্বোধনকালে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি (বাডাস) এর সভাপতি অধ্যাপক ডা. এ কে আজাদ খান বলেন, আজ ক্রীড়া সাংবাদিকরা যে আয়োজন করেছে এটি অব্যাহত রাখতে হবে। এ বিষয়ে দুপক্ষের মধ্যে একটি সমঝোতা স্বাক্ষর করা যেতে পারে।

প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
গাজায় ইসরাইলি বর্বরতা বন্ধে সম্মিলিত পদক্ষেপের আহ্বান অধ্যাপক ইউনূসের লিগ পর্ব শেষে এনসিএলের প্লে অফে যারা নতুন সভ্যতা গড়তে সামাজিক ব্যবসায় সম্পৃক্ত হওয়ার আহ্বান মুহাম্মদ ইউনূসের সাংবাদিক এ টি এম তুরাব হত্যা, এডিসি দস্তগীর ৫ দিনের রিমান্ডে পূরণ হলো ভারত-পাকিস্তানের চাওয়া, হাইব্রিড মডেলই শেষ ভরসা দেশ গঠনে জামায়াতের দায়িত্বশীলদের নিরলসভাবে কাজ করার আহ্বান সিএফমোটো বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করল তাদের ফ্ল্যাগশিপ ৩০০ সিসি’র স্পোর্টস বাইক লোহাগাড়ায় সাংবাদিক পিটিয়ে থানায় খোশগল্পে আ’লীগ নেতা টঙ্গীতে তাবলিগ জামাতের সংঘর্ঘের ঘটনায় মামলা জুলাই বিপ্লবের যোদ্ধাদের ওপর হামলার প্রতিবাদে এনএসইউতে অবস্থান কর্মসূচি ৩ বাংলাদেশীকে বিএসএফের হত্যার প্রতিবাদ ছাত্রশিবিরের

সকল