১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বুদ্ধিজীবী দিবসে ঢাবি ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

- ছবি : সংগৃহীত

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়শন যৌথভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছে।

শনিবার সকাল সোয়া ৮টায় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করার মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব এ টি এম আবদুল বারী ড্যানী, মুন্সী শামস উদ্দিন আহমেদ লিটন, মো: বায়োজীদ বোস্তামী, নাজমুস সায়াদাত, মো: তহা, মোহাম্মাদ সাইফুল ইসলাম, গোপাল চন্দ্র দেবনাথ, আলাউদ্দিন জসীম এবং মো: আনিসুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এ টি এম আবদুল বারী ড্যানী বলেন, ‘আজ আমাদের জাতীয় জীবনের একটি শোকাবহ দিন। ১৯৭১ সালে এই দিনে বাংলাদেশের ইতিহাসে সংযোজিত হয়েছিল এক কলঙ্কজনক অধ্যায়। মুক্তিযুদ্ধে আমাদের বিজয়ের প্রাক্কালে দখলদার পাকিস্তানি বাহিনী ও তাদের দোসররা পরাজয় নিশ্চিত জেনে মেতে ওঠে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে। প্রতিহিংসার বশবর্তী হয়ে তারা জাতির অনেক কৃতী সন্তানকে হত্যা করে। এ হত্যাযজ্ঞের একটি বড় উদ্দেশ্য ছিল বাংলাদেশকে মেধাশূণ্য করে ফেলা। কিন্তু তাদের সকল ষড়যন্ত্র বিনষ্ট করে আমরা ছিনিয়ে এনেছি আমাদের স্বাধীনতা।’

তিনি বলেন, ‘শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ তখনই সার্থক হবে, যখন আমরা তাদের স্বপ্নের বাস্তবায়ন করতে পারব। জাতি আজ আত্মত্যাগের মহিমায় ভাস্বর ওইসব মানুষকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে। দেশের জন্য আত্মোৎসর্গকারী বুদ্ধিজীবীদের প্রতি তিনি গভীর শ্রদ্ধা জানান।’

প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement