১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

প্রবাসীরা ১৫ ডিসেম্বর থেকে এমআরপি পাসপোর্ট পাবেন

নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক ভিডিও বার্তায় আসিফ নজরুল - ছবি - বিবিসি

আগামী ১৫ ডিসেম্বর থেকে প্রবাসী বাংলাদেশীরা এমআরপি পাসপোর্ট (মেশিন-রিডেবল-পাসপোর্ট) পাবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

আজ বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক ভিডিও বার্তায় তিনি এই ঘোষণা দেন।

পাসপোর্টের জন্য অনেকদিন ধরেই সারাবিশ্বে প্রবাসী বাংলাদেশীদের মধ্যে হাহাকার চলছে। বিশেষ করে শ্রমিক অধ্যুষিত দেশগুলোতে এই সঙ্কট প্রকট আকার ধারণ করেছে।

প্রবাসীদের উদ্দেশে আসিফ নজরল বলেন, ‘আপনাদের পাসপোর্টে খুবই সমস্যা হচ্ছে আমরা জানি। এমআরপি পাসপোর্টে। ১৫ ডিসেম্বর থেকে আপনারা এমআরপি পাসপোর্ট পাওয়া শুরু করবেন। যারা আবেদন করেছেন, আগামী তিন থেকে চার সপ্তাহের মধ্যে তারা এমআরপি পাসপোর্ট পেয়ে যাবেন।’

তবে পাসপোর্ট দেয়ার ক্ষেত্রে প্রাথমিকভাবে সৌদি আরব ও মালয়েশিয়াকে প্রাধান্য দেয়া হবে বলেও জানান তিনি। বলেন, ‘এরপর যেসব কান্ট্রিতে ডিমান্ড বেশি তাদের ক্ষেত্রে প্রায়োরিটি দিয়ে সমস্যাটা তিন থেকে চার সপ্তাহের মধ্যে সমাধান করা হবে।’

উপদেষ্টা আরো বলেন, ‘এত পরিমাণ এমআরপি পাসপোর্ট ছাপানো হচ্ছে যে আগামী দুই তিন বছরে এই সমস্যা আর কখনো হবে না।’

পাসপোর্ট নিয়ে তৈরি হওয়া এই জটিলতার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, এই সমস্যাটা তৈরি হয়েছে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে। সেই সরকারের আমলের তৎকালীন মন্ত্রী পাসপোর্ট ছাপানোর কাজটা ওনার একটা পরিচিত কোম্পানিকে অনিয়মতান্ত্রিকভাবে দিয়ে দেয়া চেষ্টা করেছিলেন। সেই প্রক্রিয়ায় দেড় বছর সময় ক্ষেপণ হয়।

তবে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর পুরো প্রক্রিয়াটি বাতিল করেছে। সেজন্য একটু সময় লেগেছে এবং এই অতিরিক্ত সময় লাগার কারণে প্রবাসীদের কাছে দুঃখপ্রকাশ করেন তিনি।

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement

সকল