০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

প্যারিস থেকে ‘গ্রাফিতি অব রেভ্যুলেশন : বাংলাদেশ ২০২৪’ বই প্রকাশ

‘গ্রাফিতি অব রেভ্যুলেশন : বাংলাদেশ ২০২৪’ নামে একটি বই প্যারিস থেকে প্রকাশিত হয়েছে - ছবি : সংগৃহীত

বাংলাদেশে জুলাই-আগস্ট বিপ্লব ও গণঅভ্যুত্থান নিয়ে লেখক ও সমাজকর্মী আবু জাফর জুবায়ের সম্পাদিত ‘গ্রাফিতি অব রেভ্যুলেশন : বাংলাদেশ ২০২৪’ নামে একটি বই প্যারিস থেকে প্রকাশিত হয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) ঢাকায় পাওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অ্যামাজন মার্কেট প্লেস থেকে প্রকাশিত এ বইয়ে ২০২৪ সালের বাংলাদেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় তৈরি গ্রাফিতি, ম্যুরাল এবং স্ট্রিট আর্টের মাধ্যমে সেই ঐতিহাসিক আন্দোলনের চিত্র তুলে ধরা হয়েছে।

এ বিষয়ে আবু জাফর বলেন, ‘প্রতিবাদের সময়, বিপ্লবের সময় গ্রাফিতি, মানুষের বেদনা এবং পরিবর্তনের জন্য লড়াই করার এক মাধ্যম হয়ে উঠেছিল। এ বইটি সেই মুহূর্তগুলো সংরক্ষণ করেছে, যা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।’

উল্লেখ্য, ১০২ পৃষ্ঠার এ বইয়ে বিপ্লবী শিল্পকর্মের মাধ্যমে সাহসিকতা, আশা এবং অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদের গল্প বলা হয়েছে। প্রতিটি গ্রাফিতি সেই সময়ের মানুষের আবেগ এবং পরিবর্তনের আকাঙ্ক্ষার প্রতিফলন।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement