মাঠ পর্যায়ে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে ইপিআই ভ্যাকসিন সংগ্রহ করবে সরকার
- নয়া দিগন্ত অনলাইন
- ০৪ ডিসেম্বর ২০২৪, ১৭:২০
২০২৫ সালের জুন পর্যন্ত মাঠ পর্যায়ে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) অধীনে ইপিআই ভ্যাকসিন নিরবচ্ছিন্নভাবে সরবরাহ করবে সরকার। এ লক্ষে ইপিআই ভ্যাকসিন সরাসরি ইউনিসেফের মাধ্যমে সংগ্রহের জন্য সরকার আজ একটি প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দিয়েছে।
আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিকবিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির ১০ম বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
সভায় পাবলিক প্রকিউরমেন্ট রুলস ২০০৮-এর ধারা ৮৩ (১) (ক) অনুযায়ী আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে (ওটিএম) ক্রয় প্রক্রিয়ার সময়সীমা হ্রাস করার জন্য খাদ্য মন্ত্রণালয়ের একটি প্রস্তাবের নীতিগত অনুমোদনও দেয়া হয়েছে।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা