৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ন ১৪৩১, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

‘কন্টেম্পোরারি বাংলা কয়্যার’ নামে নতুন স্যাম্পল প্যাক প্রকাশ পেয়েছে স্প্লাইস-এ

- ছবি : সংগৃহীত

আরোহ (Aaroh) লেবেলের অধীনে ‘কন্টেম্পোরারি বাংলা কয়্যার’ নামে একটি নতুন স্যাম্পল প্যাক প্রকাশ পেয়েছে স্প্লাইস-এ । এটি রচনা এবং প্রযোজনা করেছেন ঢাকা ভিত্তিক সঙ্গীতশিল্পী এবং গীতিকার আরমীন মুসা।

লস-এঞ্জেলস ভিত্তিক ভারতীয় গীতিকার এবং আরোহের শিল্পনির্দেশক, ধ্রুভ গোয়েল এই স্যাম্পল প্যাকটি কিউরেট করেছেন।

আরমীন মুসা রচিত এই কণ্ঠনির্ভর অ্যাকাপেলা ভোকাল প্যাকটিতে রয়েছে বাংলা সঙ্গীতের ঐতিহ্য এবং আধুনিকতার সংমিশ্রণে তৈরি ভোকাল হারমনি, কয়্যার সাউন্ড, বোল, সারগাম এবং লোক সঙ্গীতের সুরে তৈরি সাউন্ড প্যাক। সাধারণত স্যাম্পল প্যাক হলো এমন একটি সাউন্ড কালেকশন যা অন্যান্য সঙ্গীতশিল্পীরা তাদের নিজস্ব গান তৈরিতে ব্যবহার করতে পারেন।

অতিথি শিল্পী আদনান রুশদি, অবন্তী সিঁথির সাথে এতে কণ্ঠ দিয়েছেন ঘাসফড়িং কয়্যার-এর শিল্পী আতকিয়া সাদিয়া রহমান এবং নন্দনাংশু পুরকায়স্থ ধ্রুব। এছাড়াও আরমীন মুসা নিজেও এখানে কণ্ঠ দিয়েছেন।

ঢাকাস্থ কলরব স্টুডিওতে রেকর্ডকৃত এই অ্যালবামটির শব্দ প্রকৌশল অংশে কাজ করেছেন ইফতেখারুল শুভ। কভারের আর্টওয়ার্কটি ডিজাইন করেছেন বাংলাদেশের চিত্রশিল্পী নাজনীন মিম।

প্রসঙ্গত, স্প্লাইস একটি ক্লাউড-ভিত্তিক সঙ্গীত তৈরির প্ল্যাটফর্ম, যা স্যাম্পল লাইব্রেরি, অডিও প্লাগইন এবং সাবস্ক্রিপশন ভিত্তিক সেবা প্রদান করে। এটি পুরো বিশ্বের সঙ্গীতশিল্পী এবং সঙ্গীত প্রযোজকদের দ্বারা বহুল ব্যবহৃত একটি মাধ্যম।

‘আরোহ’ স্প্লাইস-এর একটি নতুন স্যাম্পল লেবেল, যেখানে দক্ষিণ এশিয়ার ঐতিহ্যবাহী সাউন্ডের স্যাম্পল প্যাকগুলো পাওয়া যাচ্ছে। বিশ্বের আধুনিক সঙ্গীত স্রষ্টাদের সহযোগিতা এবং উৎসাহিত করাই এই স্যাম্পলগুলো রেকর্ড করার উদ্দেশ্য।

স্প্লাইস সঙ্গীত স্রষ্টাদের অনুপ্রাণিত করতে স্প্লাইস সাউন্ড স্যাম্পল, লুপ, প্রিসেট এবং প্লাগইন-এর বৃহত্তম লাইব্রেরি সরবরাহ করে এবং এটি বিশ্বের শীর্ষস্থানীয় সঙ্গীত সৃষ্টির প্ল্যাটফর্ম। বিশ্বজুড়ে লাখ লাখ সঙ্গীতশিল্পী, সঙ্গীত প্রযোজক এবং সাউন্ড ডিজাইনারদের সৃজনশীলতার সীমানা প্রসারিত করতে এবং উচ্চমানের সঙ্গীত তৈরি করতে স্প্লাইস একটি সহজপ্রাপ্য এবং সহযোগিতামূলক পরিবেশে তৈরিতে সহায়তা করে।

সঙ্গীতজগতে লাইভ পারফর্মার হিসেবে পরিচিত হলেও আরমীন মুসা একজন গীতিকার হিসেবেও স্থানীয় ও আন্তর্জাতিকভাবে বিভিন্ন মিউজিক্যাল প্রজেক্টে যুক্ত রয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ফেসবুক সাউন্ড কালেকশন প্রজেক্ট, অনিরুদ্ধ সেনের ডকুমেন্টারি ফিল্মের মিউজিক, ঋতু সাত্তারের নির্দেশিত চলচিত্রের সাউন্ড ডিজাইন, সৈয়দ জামিল আহমেদ নির্দেশিত ‘আমি বীরাঙ্গনা বলছি’ মঞ্চ নাটকের সাউন্ডট্র্যাক কম্পোজিশন ইত্যাদি।

বর্তমানে আরমীন লন্ডন, ঢাকা এবং আরো কয়েকটি শহরে সীমিত সংখ্যক শ্রোতাদের সামনে স্বল্প পরিসরে তার নতুন অ্যালবামের প্রিভিউ করছেন।

প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
রাশিয়ার আত্মরক্ষার অধিকার আছে : উত্তর কোরিয়ার নেতা হাসপাতালে আসাদুজ্জামান নূর-তানভীরকে শিক্ষার্থীদের কিল-ঘুষি সাবেক আইনমন্ত্রীর বিরুদ্ধে ১৭ জনকে হত্যার অভিযোগ জাতীয় স্বার্থে আমরা ইস্পাত কঠিন ঐক্য চাই : ডা. শফিকুর রহমান ১৫ বছরের অনিয়ম-দুর্নীতি ৩-৪ মাসে স্বাভাবিক করা সম্ভব নয় : অর্থ উপদেষ্টা ক্যাম্পাস সংস্কারে ১১০ দফা দাবি ইবি শিবিরের ন্যাটোর সদস্যপদ লাভের বিনিময়ে সংঘাত অবসানে প্রস্তুত ইউক্রেন বিদ্যুৎ-জ্বালানির বিশেষ বিধান আইন বাতিল ‘মাদকমুক্ত সুস্থ জীবন গঠনে খেলাধুলার বিকল্প নেই’ খাদ্য নিষেধাজ্ঞার মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত বাড়াল রাশিয়া কলকাতায় ড. ইউনূস ও বাংলাদেশের পতাকা অবমাননায় জামায়াতের উদ্বেগ

সকল